Select language to read news in your own language

মার্কিন ঋণমান কমালো মুডিজ, দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ


মুডিজ ইনভেস্টরস সার্ভিস যুক্তরাষ্ট্রের ঋণমান Aaa থেকে কমিয়ে Aa1 করেছে। ক্রমবর্ধমান সরকারী ঋণ ও দীর্ঘস্থায়ী বাজেট ঘাটতির কথা উল্লেখ করে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র এখন আর কোনও প্রধান রেটিং সংস্থার কাছেই শীর্ষতালিকায় নেই, কারণ এর আগেই S&P ও ফিচও যুক্তরাষ্ট্রের রেটিং কমিয়ে দিয়েছিল।

এই রেটিং ডাউনগ্রেড মার্কিন অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অর্থনৈতিক নীতিতে ব্যর্থতা এবং ঋণ নিয়ন্ত্রণে অক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের অভিমত। বাজেট ঘাটতি ও ঋণের চাপ সামলাতে না পারলে ভবিষ্যতে ঋণের খরচও বেড়ে যেতে পারে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon