লন্ডন — আর্জেন্টিনার বিপক্ষে ট্যুরের উদ্বোধনী ম্যাচের আগে অনেকটাই সম্পূর্ণ হয়েছে ব্রিটিশ ও আইরিশ লায়নস দল। নতুন করে আরও 15জন খেলোয়াড় দলে যুক্ত হয়েছেন, যা টিমের শক্তিতে উল্লেখযোগ্য ঘাটতি পূরণ করেছে।
কোচ ও টিম ম্যানেজমেন্ট আশাবাদ প্রকাশ করেছে যে এই নতুন অন্তর্ভুক্তির মধ্য দিয়ে দলটি আরও সুসংগঠিত ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে মাঠে নামতে পারবে।
সমর্থকরা আশায় রয়েছে যে ট্যুরের শুরুতেই ভালো পারফর্মেন্স উপহার দিতে সক্ষম হবে ব্রিটিশ ও আইরিশ লায়নস।


