নয়াদিল্লি — কৃতি শ্যাননের বোন ও অভিনেত্রী নুপূর শ্যাননের ফ্যাশন ব্র্যান্ড “Label Nobo”–কে সামাজিক মাধ্যমে বিশেষভাবে ট্রোল করা হয়েছে। অভিযোগ উঠেছে যে সাধারণ জামাকাপড়ও ৭,০০০ থেকে ২৬,৫০০ টাকায় বিক্রি হচ্ছে যা অনেকেই “basic” বা সাধারণ বলে গণ্য করেছেন।
অনলাইনে বিশেষ করে Reddit–এ এক ব্যবহারকারী লেখেন: “The ridiculous price points … Is it money laundering of some sort?”
অন্যরা তো সরাসরি “scam”, “ugliest clothes” ও “Rs 750 last price” মন্তব্য করে ট্রোল করেছে।
Label Nobo ব্র্যান্ড ২০২৪ সালে চালু করা হয় এবং Seleb endorsement–এর অংশ হিসেবে কৃতিও এর প্রচারে অংশ নিয়েছিলেন। তবু অনেকে বলছেন, “premium fabrics”–এর দাবি সত্ত্বেও জিনিসের মান ও দামের মধ্যে তফাৎ অনেকটাই বড়।