Select language to read news in your own language

বেঙ্গালুরু পদদলনে ১১ জনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির


বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বিজয় মিছিল চলাকালীন মর্মান্তিক পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন এবং আহত হয়েছেন আরও ৩৩ জন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্ণাটকের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। বিজেপির মুখপাত্র সাম্বিত পাত্র এই ঘটনাকে "সরকার-সৃষ্ট পদদলন" বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের পদত্যাগ দাবি করেছেন।

বিজেপির অভিযোগ, বিজয় মিছিলের আয়োজনে চরম অব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতাই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ। সাম্বিত পাত্র বলেন, “সরকারি অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এমন একটি বিশাল জনসমাগমের অনুষ্ঠান কীভাবে হলো, তা জাতিকে জানতে হবে।” কর্ণাটক সরকার ইতিমধ্যেই এই ঘটনায় একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও কংগ্রেস পক্ষ দাবি করেছে, তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য প্রকাশ পাবে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon