বিষয়া ভৌমিক
ভারত (India) জনসংখ্যায় চিনকে (Chaina) টপকে গিয়েছে।'বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র'-র তকমা ২০২৫-এও ভারত (India) ধরে রাখবে বলে রাষ্ট্রসংঘের (United Nations) এক রিপোর্টে জানানো হয়েছে। শীর্ষক রিপোর্টে জানানো হয়েছে, ভারত ২০২৩-এ জনসংখ্যায় (Population) পিছনে ফেলেছিল চিনকে। ছবিটা বদলায়নি দু'বছর পরেও। এদেশের জনসংখ্যা ১৪৬ কোটিতে পৌঁছে যেতে পারে চলতি বছরের শেষ নাগাদ এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে।
জনসংখ্যা বাড়লেও ভারতে প্রজনন হার অদূর ভবিষ্যতে কমার ইঙ্গিত রয়েছে উক্ত রিপোর্টে। সেখানে বলা হয়েছে, এদেশে জন্ম হার কমছে 'দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস' নামে একটি অধ্যায়ে। এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যার বর্তমান আয়তন বজায় রাখার জন্য যত সন্তানের জন্ম দেওয়া প্রয়োজন, গড়ে তার চেয়ে কম গর্ভধারণ করছেন ভারতীয় মহিলারা। এর ফলে আগামী দিনে ভারতেও জনসংখ্যা কমতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশের মতো। যার প্রভাব দেখা যাবে জনবিন্যাসে, বয়স্কদের অনুপাতে হ্রাস পাবে প্রবীণদের সংখ্যা। তবে আপাতত সেই আশঙ্কা নেই।