Select language to read news in your own language

থাইল্যান্ড ওপেনে স্বর্ণজয় ভারতের, দীপক ও নমনের দুর্দান্ত সাফল্য


থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় বক্সাররা নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন। দীপক এবং নমন এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে দেশের জন্য গর্বের মুহূর্ত এনে দেন। এই দুই বক্সারের দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে ভারত মোট ৮টি পদক অর্জন করে, যার মধ্যে রয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক।

দীপক তার বিভাগে আক্রমণাত্মক খেলার মাধ্যমে প্রতিপক্ষকে পরাস্ত করেন, আর নমন অসাধারণ টেকনিক ও কৌশলের মাধ্যমে স্বর্ণ নিশ্চিত করেন। এই সাফল্য ক্রীড়াঙ্গনে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতাকে তুলে ধরে এবং ভবিষ্যতের আন্তর্জাতিক আসরে ভালো পারফরম্যান্সের সম্ভাবনা জাগিয়ে তোলে।

ভারতীয় বক্সিং ফেডারেশন এই সাফল্যের প্রশংসা করে জানায়, তরুণ প্রতিভাদের এই জয় দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে। কোচ ও প্রশিক্ষকদের কঠোর পরিশ্রম এবং খেলোয়াড়দের অধ্যবসায়ই এই সাফল্যের মূল চাবিকাঠি। এবার ভারতের লক্ষ্য, আসন্ন এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো বৃহৎ আসরে পদক জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: