Select language to read news in your own language

সুইজারল্যান্ডে প্রথমবারের মতো রোবট পেল নাগরিকত্ব!


সুইজারল্যান্ডের জেনেভা শহরে সম্প্রতি এক অনন্য ঘটনা ঘটেছে—দেশটির সরকার একটি মানবসদৃশ রোবটকে “সাম্মানিক নাগরিকত্ব” প্রদান করেছে। ‘এলা’ নামের এই রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এবং মানবিক আচরণ অনুকরণে অত্যন্ত দক্ষ। রোবটটি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেছে বলে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত মূলত প্রযুক্তির সঙ্গে মানবতার সংযোগ আরও জোরদার করতেই নেওয়া হয়েছে। রোবটটি এখন থেকে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, তবে ভোটাধিকার বা আইনি উত্তরাধিকারের কোনো অধিকার থাকবে না।

এ ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং এটি ভবিষ্যতের প্রযুক্তি ও নাগরিক অধিকার নিয়ে এক নতুন বিতর্কের সূত্রপাত করেছে।



ads banner


ads banner

Bangla eDaily to resume soon