সোমনাথ চৌধুরী
কোচবিহার ,আলিপুরদুয়ার,ফালাকাটা, জলপাইগুড়ি শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার থেকে বাসগুলির টিকিট বুকিং করতে পারবেন। এছাড়াও 'রেডবাস ডট ইন' থেকেও টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।
জলপাইগুড়ির পর উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ আরো পাঁচ জায়গা থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে দীঘা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে ঘোষনা করা হয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ সহ মালদা প্রতি সপ্তাহের দুদিন করে বাস ছাড়বে দীঘার উদ্দেশ্যে ।
আজ শিলিগুড়ি থেকে দীঘার উদ্দেশ্যে বাস ছাড়বে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার বিকেল ৫.৩০ মিনিটে।দীঘা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে সোমবার ও শুক্রবার বিকেল ২.৩০ মিনিটে বাস ফিরবে । ২৯ শে মে শুরু হবে শিলিগুড়ি থেকে দীঘা বাস পরিষেবা।
পাশাপাশি, কোচবিহার থেকে দীঘার উদ্দেশ্যে বাস ছাড়বে প্রতি সোমবার ও শুক্রবার দুপুর ২ টায় ।দীঘা থেকে কোচবিহার এর বাস ফিরবে দুপুর ২ টায় মঙ্গলবারও শনিবার । ৩০ শে মে শুরু হবে কোচবিহার থেকে দীঘা বাস পরিষেবা।
রায়গঞ্জ থেকে দিঘার উদ্দেশ্যে বাস প্রতি সোমবার ও শুক্রবার সন্ধ্যা ৭ টা
৩০ মিনিটে ছাড়বে ।দিঘা থেকে রায়গঞ্জ বাস ফিরে আসবে মঙ্গলবার ও শনিবার
বিকেল ৩ টায়। রায়গঞ্জ থেকে দীঘার উদ্দেশ্যে বাস পরিষেবা ৩০ শে মে থেকে
শুরু হবে।
আলিপুরদুয়ার থেকে দীঘার উদ্দেশ্যে বাস শনিবার ও মঙ্গলবার দুপুর ২.০০ টায় ছাড়বে ।দীঘা থেকে আলিপুরদুয়ার বুধবার ও রবিবার দুপুর ২ টায় ফিরবে ।আলিপুরদুয়ার থেকে দিঘা বাস যাত্রা শুরু ৩১শে মে থেকে।
মালদা থেকে দিঘার উদ্দেশ্যে বাস প্রতি মঙ্গলবার ও শনিবার রাত্রি ৯ টায় ছাড়বে, প্রতি বুধবার থেকে রবিবার দিঘা থেকে মালদায় বাস ফিরে আসবে বিকাল ৩ টায় ।মালদা থেকে দিঘা বাস পরিষেবার প্রথম যাত্রা শুরু ৩১ শে মে হইতে।
উল্লেখ্য, চলতি মাসের গত ২৭ তারিখ দিঘার উদ্দেশ্যে জলপাইগুড়ি থেকে বাস
সার্ভিস শুরু হয়। প্রতি বুধবার এবং শনিবার বিকেল ৪ টায় জলপাইগুড়ি থেকে এই
বাস ছাড়বে। দীঘা থেকে জলপাইগুড়ির বাস ফিরবে বিকেল ২ টা ৩০ মিনিটে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ৪৫ সিটের ভলভো বাতানুকূল(AC)
বাসগুলিতে ভিডিও কোচ,2×2 পুশ ব্যাক সিট, বেলুন সাসপেনশন,প্যানিক
বাটন,জিপিএস সিস্টেম,মোবাইল চার্জিং সহ অগ্নি নির্বোধ ব্যবস্থা থাকবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে যাত্রীদের কথা মাথায় রেখে প্রথম এক মাস (১৫ জুন পর্যন্ত) ভাড়ায় ২৫% ছাড়া দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
যাত্রী প্রতি কোচবিহার থেকে দিঘার ভাড়া হবে ১৬২০ টাকা, কোচবিহার থেকে কলকাতা ১৩০০ টাকা, আলিপুরদুয়ার থেকে দিঘা ১৬১০ টাকা, আলিপুরদুয়ার থেকে কলকাতা ১২৯০ টাকা, জলপাইগুড়ি থেকে দিঘা ১৪৫০ টাকা, জলপাইগুড়ি থেকে কলকাতা ১১২০টাকা, শিলিগুড়ি থেকে দিঘা ১৩৬০ টাকা, শিলিগুড়ি থেকে কলকাতা ১০৬০ টাকা, রায়গঞ্জ থেকে দিঘার ভাড়া ১০৭০ টাকা, রায়গঞ্জ থেকে কলকাতা ৭৬০ টাকা, মালদা থেকে দিঘা ৯৪০ টাকা, মালদা থেকে কলকাতার ভাড়া ৬৩০ টাকা করা হয়েছে।"