সোমনাথ চৌধুরী
অপারেশন সিঁদুরের পর ও বিধানসভা ভোটের আগে এই প্রথম বঙ্গ সফরে নরেন্দ্র মোদি(Narendra Modi)।নরেন্দ্র মোদির আলিপুরদুয়ারের জনসভা থেকে নিশানায় তৃণমূল সরকারের দুর্নীতি,মুর্শিদাবাদ সহ মালদা ইস্যু। পাশাপাশি প্রধানমন্ত্রীকে গর্ব করে বলতে শোনা গেল অপারেশন সিঁদুর নিয়ে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, 'অপারেশন সিঁদুর' এখনও শেষ হয়নি।'
রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, বৃহস্পতিবারের জনসভা থেকে 'অপারেশন সিঁদুর' এর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলায় ।এদিন আলিপুরদুয়ারে জনসভা থেকে উঠেছে অপারেশন বেঙ্গল এর ডাক। তা নিয়েই এবার জ্বলে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে তুললেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন।
কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,' প্রত্যেক মহিলার সম্মান আছে, স্বামীর কাছ থেকে সিঁদুর গ্রহণ করেন তাঁরা। প্রধানমন্ত্রী এমন ভাবে কথা বলছেন…আপনি সকলের স্বামী নন! সবার আগে নিজের স্ত্রীকে কেনও সিঁদুর দিচ্ছেন না?' বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশের মাটিতে দেশের হয়ে সুর চড়াচ্ছেন , সেই সময় ভোটের রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।" এমন ভাষাতেই নরেন্দ্র মোদিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এখানেই না থেমে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'একথা বলতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে।যাওয়া উচিত নয় এসবে, কিন্তু আপনি বাধ্য করছেন। অপারেশন সিঁদুরের পরে অপারেশন বেঙ্গল এর কথা বলেই মুখ খুলতে বাধ্য করছেন।"
যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি জোর চর্চা শুরু মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে তিনি প্রধানমন্ত্রীকে এহেন ব্যক্তিগত আক্রমণ করলেন ।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সুর চড়িয়ে মুখ্য়মন্ত্রী বলেন, কেনও এতদিনেও কোনো জঙ্গি গ্রেফতার হল না । সাথে সাথে তিনি বলেন, 'এতই যদি সত্যবাদী হন, বোনেদের সিঁদুর কাড়ল যারা, তাদের ধরতে পেরেছেন? তাদের মারতে পারলেন? এত বড় নেতা আপনি, যে আমেরিকার কথায় এক সেকেন্ডে চুপ হয়ে গেলেন। আবার বলছেন দেশ রক্ষা করবেন। আপনি না সাচ্চা, না আচ্ছা! আমরা সব জানি।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'অপারেশন সিঁদুরের পর সেনার সাহসিকতা নিয়ে প্রচার হওয়া উচিত, তা না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের প্রচার করছেন।'