সোমনাথ চৌধুরী
বিগত কয়েকদিনে যত বেড়েছে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা , ততই সামনে আসছে এমন ধরনের ভিডিও। এর মধ্যে বেশিরভাগই আবার ভুয়ো ! ভারতীয়দের মনে যাতে আতঙ্ক তৈরি না হয়, সেই কারণে ভুয়ো ভিডিও চিহ্নিত করতে শুরু করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PRESS INFORMATION BUREAU )। পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো বিগত কয়েক ঘণ্টায় এমনই একাধিক 'ফেক অর্থাৎ ভুয়ো'ভিডিওর কথা জনসূমক্ষে তুলে ধরেছে ।
চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে
ভারত-পাকিস্তান সংঘাত ।প্রতিবেশী পাকিস্তান বুধবার থেকেই ভারতের একাধিক
শহরে হামলার চেষ্টা করছে, পাল্টা জবাবও দিয়েছে ভারত ।আর এই উত্তেজনার
মধ্যেই সমাজমাধ্যমে চড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো ভিডিও, যা দেখে রীতিমতো
জনগনের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এবার এমন ৭টি ভুয়ো ভিডিও চিহ্নিত করে
দিলও প্রেস ইনফরমেশন ব্যুরো (PRESS INFORMATION BUREAU) ।৮ তারিখ রাত ১০ টা
থেকে ৯ তারিখ সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যে উক্ত ভিডিও গুলিকে চিহ্নিত করা
হয়েছে।
সম্প্রতি
সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে উক্ত ভিডিওটিতে জলন্ধরে পাকিস্তান
ডোন হামলা করেছে বলে দাবি করা হয়। প্রেস কনফারেন্স ব্যুরো জানিয়েছে,এটি
একটি ফার্ম ফায়ার ভিডিও। উক্ত ভিডিওটিতে সময় উল্লেখ করা হয়েছে সন্ধ্যা ৭
টা ৩৯ মিনিট। তবে ড্রোন হামলা ৭ টা ৩৯ মিনিটের আরো পরে হয়েছিল।
আরেকটি
ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে ,পাক সেনা ভারতীয় সেনাবাহিনীর '20 রাজ
ব্যাটেলিয়ান' নামের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। প্রেস কনফারেন্স ব্যুরো
অর্থাৎ PIB জানিয়েছে ভারতীয় সেনার এমন কোনো ঘাঁটি নেই ।
জম্মু-কাশ্মীরের
রাজৌরিতে ইন্ডিয়ান আর্মির ঘাঁটিতে ফিদায়িন হামলার তথ্যও প্রচুর ভাইরাল
হয়েছিল। প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়েছে, ইন্ডিয়ান আর্মির কোনও
ইউনিটেই এই ধরণের কোনও ঘটনা ঘটেনি। সমাজমাধ্যমে ভাইরাল আরেকটি ভিডিওয় আবার
দাবি করা হয়, ভারতের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাকিস্তান। সেই ভিডিওটিও
'ফেক অর্থাৎ ভুয়ো' বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি।
এই
রকম মোট ৭টি ভাইরাল ভিডিওকে 'ভুয়ো অর্থাৎ FAKE ' বলে চিহ্নিত করেছে প্রেস
ইনফরমেশন ব্যুরো(PIB) । মূলত ভারতবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার উদ্দেশে
এই ধরণের ভিডিও ভাইরাল করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর নেপথ্যে বেশ কিছু
সমাজমাধ্যম ও পাকিস্তানের মূলধারার সমাজমাধ্যম রয়েছে বলে সন্দেহ প্রেস
ইনফরমেশন ব্যুরোর।