নরেন্দ্রনাথ কুলে
আপনার উন্নয়নের রথের চাকায় নারী পিষে যাচ্ছে। এ কথা আপনি প্রশাসক হয়ে স্বীকার করেন না, তা আমরা সবাই জানি। কিন্তু নারী হয়ে কি স্বীকার করবেন না? নারীর হৃদয় কি আপনার শাসকরূপী শরীরে শুকিয়ে গেছে? শাসকের হৃদয় দিয়ে নারীর জীবনে শ্রী দিতে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীশ্রী কি না করেছেন। ভোটের কথা ভেবে কি নারীর শ্রী নিয়ে ভাবেন। আবার আপনার প্রশাসনের সাঙ্গপাঙ্গদের পৈশাচিক অত্যাচারে নারী খুন হলে তা আড়াল করবেন, এই দ্বিচারিতা নারী হয়ে কি করে পারছেন? যদিও আপনার প্রশাসনিক ব্যাখ্যায় কখনো কোথাও কিছু আড়াল করা হয়নি বলে ব্যাখ্যার পর ব্যাখ্যা চলে। ঠিক আছে কোনো আড়াল করেননি। প্রাথমিকভাবে দোষী ধরা পড়েছে। আপনার পুলিশ বিশ্বের সেরা পুলিশ বলে শংসাপত্র আপনি দিয়েছেন। আপনার পুলিশ সেরা হলে আপনার শাসনে আইনশৃঙ্খলা তাহলে সেরা। সেরা আইনশৃঙ্খলা পরিবেশের নমুনা তো আর জি কর কান্ড বলে দিয়েছে। হাসপাতালে মহিলা ডাক্তারকে বাইরে থেকে দুর্বৃত্ত এসে ধর্ষণ করে খুন করে যায়, হাসপাতালের আর কেউ জানতে পারে না! প্রাথমিকভাবে খুনি ধরা পড়ার পর খুন ও ধর্ষণ স্থলের সংস্কারের কাজ শুরু হয়ে গেল। অথচ আপনার পুলিশ তদন্ত করছে। মাঝরাতে দুর্বৃত্তের দল সেই হাসপাতালে অনায়াসে ভাঙচুর চালাতে পারে। আপনার পুলিশ সেরা, আইনশৃঙ্খলা সেরা। আবার আপনিই পুলিশ মন্ত্রী, আপনিই স্বাস্থ্যমন্ত্রী। আপনি স্বাস্থ্যমন্ত্রী এবং একজন নারী, অথচ হাসপাতালে নারী ডাক্তার ধর্ষিত ও খুন হন, নার্স স্বাস্থ্যকর্মীদের ভয়ে আতঙ্কে কাজ করতে হয়।
আসলে আপনার প্রশ্রয়ে দুর্বৃত্তরা কিভাবে বেড়েছে আর জি কর তার প্রমাণ। আর জি কর কান্ডে হাসপাতালের প্রিন্সিপালকে তাঁর পদত্যাগের চার দিনের মাথায় অন্য হাসপাতাল কলেজে বদলি করে পুরস্কৃত করেন। আপনি না নারী? শাসক প্রশাসক হিসেবে একজন নারী হয়ে, নারী ডাক্তারের পৈশাচিক মৃত্যুতে প্রধান আধিকারিকের দায়িত্ব সম্পর্কে কৈফিয়ৎ না চেয়ে, তাঁকে পুরস্কৃত করছেন। তার মানে নারী ডাক্তারের এই খুনটা প্রয়োজন ছিল। এই ঘটনা কি প্রকৃত ঘটনাকে আড়াল করা নয়? আপনার এই আড়াল করার খেলাই দুর্বৃত্তদের বাড়াচ্ছে। আসলে আপনিও চান তারা বাড়ুক। আপনি জানেন, অতি বাড় বাড়লে কি হয়। কিন্তু কিসের জন্য আপনি গান্ধারী সেজে আছেন? আপনার ক্ষমতা এখন আর আপনার হাতে নেই, চলে গেছে তা দুর্বৃত্তদের হাতে।


