বিছানা যারা পাল্টায় তারা বিজেপির এক প্রাক্তন বাংলা সভাপতির সমালোচনা করবেন, তা তিনি গ্রাহ্যই করে না বলে মন্তব্য করেছিলেন । না, এ বিছানা বদল নারী পুরুষের সম্পর্কে কটাক্ষ করেননি । রাজনীতির রঙ বদল যে নেতারা করে তাদের উদ্দেশ্যে বলেছেন। ভোট রাজনীতিতে বিছানা বদল নতুন নয় । এটাই দস্তুর এখন । যার যেখানে নিজস্ব সুবিধা ক্ষুন্ন হবে সেখান থেকে সে রঙ বা বিছানা বদল করবেই । এই বিছানা বদলে রাজনীতির আদর্শ বদল হয় না । রাজনীতির আদর্শ উন্নত থেকে উন্নততর হতে পারে, কিন্তু তা বদল হতে পারে না । হ্যাঁ, অবশ্য বদল হতে পারে । যদি একটি রাজনৈতিক দলের থেকে আর একটি দলের আদর্শ উচ্চ মানের হয় তবেই । না, চলমান রাজনীতির মাঠে এমন দল নেই। বিশেষ করে বড় দল বলে পরিচয়ে যে দলগুলোর পরিচয় তাদের আদর্শ নিয়ে আলোচনা করা যায় কি ? আজকের রাজনীতির সুবিধাবাদী চরিত্রের বলয়ের বাইরে কেউই নয় । যদিও বিছানা বদলে কাজের মানুষ হিসেবে নিজের পরিচয়কে আগের বিছানায় প্রকাশে বাধা পেয়েছে বলে অন্য বিছানার প্রতি আসক্তি থেকে বদল ঘটে । এই বাংলায় বিছানা বদলে বিজেপি এবং তৃণমূলে নেতারা যাতায়াত করছে । কে যে কখন কার নেতা তা মানুষ ধন্ধে পড়ে কিনা জানা নেই। এ কি আদর্শের জোয়ার ভাটায় যাতায়াত করে ? যে দলে গেলে সকল প্রকার নিজস্বতা টিকে থাকবে, সেই আশায় যায় । কেউ যায় নিজেকে নিরাপদে রাখতে । কেউ যায় সুবিধাভোগে খামতি না পড়ে । তাই ভোটে টিকিট না পেলে, দল বদলের অর্থ পরিষ্কার করে । অতি বিজেপির এক প্রাক্তন সাংসদ তৃণমূলে যোগদান করেছেন । আসলে যে বিছানায় এক সময়ে পরিচয়, সেই বিছানা ছেড়ে যাওয়া মানে সেই বিছানাকে সেই দলের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, নিষ্ঠা তার ছিল না । অন্য দলে তার সেই নিষ্ঠা বা দায়িত্ববোধ থাকবে না এটাই স্বাভাবিক । সুযোগ পেলে সে আবার দলবল করবেই । আসলে দলের আদর্শ থাকলে সেই আদর্শের শিক্ষায় নেতা শিক্ষিত না হলে দল বদল সে করবেই। দলের ক্ষমতার শাসন চলে গেলে বোঝা যায় সেই সব নেতামন্ত্রীদের যারা আবার পরিবর্তিত শাসক দলের ক্ষমতার অলিন্দে বসে আছে । তাই বিছানা বদল আদর্শহীন ভোট রাজনীতির স্বাভাবিক নিয়ম ।
বিছানা পাল্টানো ভোট রাজনীতির স্বাভাবিক নিয়ম
Saturday, May 17, 2025
নরেন্দ্রনাথ কুলে
Bangla eDaily to resume soon
Tags:

