ভারতের ১৫তম সহসভাপতি নির্বাচিত হলেন সি.পি. রাধাকৃষ্ণ। সোমবার অনুষ্ঠিত ভোটে তিনি রাষ্ট্রীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রার্থী হিসেবে ৭৫২ ভোটের মধ্যে ৪৫২ ভোট পেয়েছেন। অপরদিকে, ইন্ডিয়া জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। মোট ১৫টি ভোট অবৈধ বলে গণ্য হয়।
এই ফলাফল এনডিএর সাংবিধানিক অবস্থান আরও সুদৃঢ় করেছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ। রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাধাকৃষ্ণের ভূমিকা সংসদীয় কার্যক্রম পরিচালনায় কতটা প্রভাব ফেলবে, সেদিকে এখন দেশের রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে।এনডিএর শক্তি বাড়ল সংসদে, Vice Presidential নির্বাচনে সি.পি. রাধাকৃষ্ণের জয়
Wednesday, September 10, 2025