ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহুল প্রতীক্ষিত আন্তঃবাণিজ্য চুক্তিকে এগিয়ে নিতে ভার্চুয়াল বৈঠকে বসেছে। আলোচনার ২৩টি অধ্যায়ের মধ্যে ইতিমধ্যেই ১১টিতে ঐকমত্য গড়ে উঠেছে। তবে কৃষি ও দুগ্ধজাত পণ্যে ভারতের সংরক্ষণ নীতি এবং ইইউর গাড়ি ও মদের বাজারে প্রবেশাধিকারের দাবি এখনও সমাধান হয়নি। একইসঙ্গে ইইউর Carbon Border Adjustment Mechanism (কার্বন সীমান্ত শুল্ক) নিয়েও মতবিরোধ রয়ে গেছে, যেটি ভারত সম্ভাব্য বাণিজ্য প্রতিবন্ধকতা হিসেবে দেখছে।
এই চুক্তি সফল হলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে এক নতুন অধ্যায় সূচিত হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।India-EU trade agreement চূড়ান্তকরণের পথে, নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি
Wednesday, September 10, 2025
Bangla eDaily to resume soon
Tags:


