সোমনাথ চৌধুরী :
বিহারে ভোটার বিশেষ ও নিবিড় সমীক্ষার কাজ শেষ ।আগামীতে তা যে গোটা দেশ জুড়েই হবে তা নিয়ে কোথাও কোনও সন্দেহ নেই ।তাই এবার সুপ্রিম কোর্ট আগাম একটি নীতিমালা তৈরী করে দিল নির্বাচন কমিশনের জন্য ।
সোমবার SIR-এর শুনানি চলছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ,আর সেখানে ফের উঠেছিল আধার ইস্যু ।এর আগে বাদ পড়া ভোটারদের নতুন করে তালিকাভুক্ত করতে আধার কার্ডকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ ।
আর এদিন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আধার কার্ডকে স্বীকৃতি দিতে হবে ১২ নং নথি হিসেবে ।অবশ্য শুনানির প্রথম থেকেই নাগরিকত্ব প্রমাণের বিচারে আধার কার্ডকে গুরুত্ব দিতে নারাজ বলে জানিয়েছিল নির্বাচন কমিশন ।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ,আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) নং ধারা অনুযায়ী আধার কার্ডকে ভারতীয়র পরিচয় পত্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ নথি ।তার ভিত্তিতেই আধার কার্ডকে বিশেষ ও নিবিড় সমীক্ষার ক্ষেত্রে ১২ নং নথি হিসেবে স্বীকৃতি দিতে হবে কমিশনকে ।
পাশাপাশি ,বিশেষ ও নিবিড় সমীক্ষার কাজে যুক্ত কর্মীদেরও পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রহনের আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে এদিন সুপ্রিম কোর্ট ।