সাতসকাল নিউজ :
দীপাবলির প্রাক্কালে কেন্দ্র ঘোষণা করল ঐতিহাসিক "নেক্সট-জেন GST রিফর্ম", যা সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, শিল্পপতি, ব্যবসায়ী—সবাইকে স্বস্তি দেবে। ‘Ease of Living’ এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের পথে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, যানবাহন, এমনকি ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রেও এবার খরচ অনেকটাই কমবে।
সবচেয়ে বড় স্বস্তি মিলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যে। আটা, দুধ, চা, কফি, পনির, প্যাকেটজাত ডাল, ভোজ্য তেল—এসবের উপর GST ৫% থেকে নেমে দাঁড়াল শূন্যতে। বাচ্চাদের ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, টুথপেস্ট, সাবান, হেয়ার অয়েল, ডিটারজেন্টের কর ১৮% থেকে কমে ৫%। এবার সাধারণ পরিবারের মাসিক খরচে বড়সড় সাশ্রয় হবে।
কৃষিক্ষেত্রে মিলছে বিশেষ সুবিধা। ভোজ্য তেল ও ফলনশীল বীজের কর হ্রাস পেল ৫% থেকে শূন্যতে। সার, কীটনাশক, কৃষিযন্ত্র ও এর যন্ত্রাংশে GST ১২% থেকে কমে ৫%। কৃষি উৎপাদন ও কৃষকের উপার্জন বৃদ্ধিতে এটি সহায়ক হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
স্বাস্থ্যখাতে এসেছে যুগান্তকারী ছাড়। স্বাস্থ্যবিমা নীতিতে কর ১৮% থেকে নামল ৫%। স্যানিটারি ন্যাপকিনে ১২% থেকে শূন্য, হুইলচেয়ার ও চিকিৎসা সরঞ্জামে ১২% থেকে ৫%। ক্যান্সারের ওষুধের কর ৫% থেকে শূন্যতে নামানোয় অসংখ্য রোগীর পরিবার স্বস্তি পাবে।
অটোমোবাইল খাতে সাধারণ মানুষও পাচ্ছে নতুন দামে গাড়ি কেনার সুযোগ। ইলেকট্রিক গাড়ির GST কমে ১২% থেকে দাঁড়াল ৫%-এ। ছোট গাড়িতে ২৮% থেকে ১৮%, টু-হুইলারেও একই হারে হ্রাস। মাঝারি ও বড় গাড়িতে কর ২৮% থেকে নেমে ২০%। এতে অটোমোবাইল শিল্পে বিক্রির গতি বাড়বে।
শিক্ষা খরচেও এলো স্বস্তি। নোটবুক, পাঠ্যপুস্তক ও স্টেশনারি আইটেমের উপর GST শূন্য করা হয়েছে। কলম ও পেন্সিলে কর ১২% থেকে ৫%। ছাত্রছাত্রীদের পরিবারে পড়াশোনার খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।
ইলেকট্রনিক পণ্যে ছাড়ের ফলে এবার স্মার্টফোন ও গৃহস্থালী যন্ত্রপাতি কেনাও সহজ হবে। এয়ার কন্ডিশনার ও ফ্রিজে কর ২৮% থেকে ১৮%, ওয়াশিং মেশিন ও টিভিতে ২৮% থেকে ১২%। স্মার্টফোনে কর ১৮% থেকে ৫%-এ নেমেছে, ফলে ডিজিটাল ভারতের স্বপ্ন আরও একধাপ এগোবে।
সরকার জানিয়েছে, শুধুমাত্র কর হ্রাস নয়, প্রক্রিয়াগত সংস্কারও আনা হচ্ছে। একক রেজিস্ট্রেশনের মাধ্যমে দেশজুড়ে ব্যবসা সহজ হবে। ইনভয়েস ম্যাচিং ও ট্যাক্স ক্রেডিট সিস্টেম সরলীকরণের ফলে ব্যবসায়ীরা ঝামেলামুক্তভাবে কাজ করতে পারবেন। রিফান্ড ব্যবস্থাও দ্রুততর ও স্বচ্ছ হবে।
বিশেষজ্ঞদের মতে, এই নেক্সট-জেন GST সংস্কার দেশের অর্থনীতিকে নতুন গতিপথে এগিয়ে নিয়ে যাবে। একদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াবে, অন্যদিকে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করবে। দীপাবলির আলোয় তাই এবার দেশের অর্থনীতি আরও উজ্জ্বল হওয়ার আশা।