সোমনাথ চৌধুরী :
রাজ্যের আদালত সহ জেল গুলির পরিকাঠামো নির্মাণে হচ্ছে না অর্থ বরাদ্দ।আটকে রয়েছে কাজ দিনের পর দিন।আর এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবকে আগেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে।ফের একবার একের পর এক প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।হেলথ সেন্টার থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ ,আদালতের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই! কাজের জন্য ১৭ কোটি টাকার প্রয়োজন থাকলেও ,আদালতকে সেই টাকা এখনও দেওয়া হয়নি।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হল সব্বর রশিদি ও দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।এদিন রাজ্যের মুখ্যসচিব আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন।অভিযোগ ছিল, হাইকোর্ট সহ নিম্ন আদালত গুলির একাধিক কাজ অর্থ বরাদ্দ না হওয়ায় আটকে রয়েছে।কবে হবে অর্থ বরাদ্দ? কত দিনে শুরু হবে কাজ? মুখ্যসচিবকে জানাতে হবে উক্ত বিষয়ে।
বিচারপতি জানতে চান এদিন ,একটি কাজ ২০২৪ থেকে আটকে রয়েছে সিসিটিভি বসানো ও ফুটেজ সংরক্ষণ নিয়ে ,সেটা কত দিনে শেষ হবে।বিচারপতি উল্লেখ করেন এই কাজগুলি করার ক্ষেত্রে এক বছর কেটে যাচ্ছে বলে। যে সব কাজ বাকি বিচার বিভাগের , সেটা কেন আটকে সেটা আগামিকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে জানাতে হবে বলেও নির্দেশ বিচারপতি।
পাশাপাশি, বিচারপতি মুখ্যসচিবকে প্রশ্ন "প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আপনি কবে শেষ কথা বলেছেন।“নিম্ন আদালতের দিকে দেখুন। সেখানে প্রশাসনের কাজ কীভাবে হচ্ছে।”উত্তরে মুখ্যসচিব বলেন, জুডিশিয়াল বিভাগের জন্য কিছু টাকা আজ দেওয়া হয়েছে। ধাপে ধাপে টাকা নেওয়া হচ্ছে।
এছাড়াও ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে, হাইকোর্টের ৫৫টি কাজ বাকি। সে সব কাজ গত বছরের ডিসেম্বর থেকে বাকি।এমনকী আরও একটি মেডিক্যাল ইউনিট করার কথা থাকলেও তা হয়নি বলে অভিযোগ।এর উত্তরে মুখ্যসচিব জানান ,অর্থ কোনও সমস্যাই নয়। সব দেখে সাত দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানানো হবে বলে জানিয়েছেন তিনি ।

