সাতসকাল নিউজ :
দুই দিন আগেই ৯ সেপ্টেম্বর রাতে iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার পরেই বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে ভারতের উৎপাদন ক্ষমতা নিয়ে। আইফোন তৈরিতে চিনের একাধিপত্যকে চ্যালেঞ্জ করে অ্যাপেলের বড় ভরসার জায়গা হয়ে উঠেছে ভারত।
ভারতে আইফোন তৈরি করে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রন। আর এবার বেঙ্গালুরুর কাছে ৩০০ একর জমির উপর দেশের সর্ববৃহৎ কারখানা তৈরি করেছে ফক্সকন। এখানে প্রায় ১ লক্ষ কর্মী কাজ করতে পারবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ২৫ হাজারের বেশি কর্মী এখানে কাজ শুরু করে দিয়েছেন। এর বেশিরভাগ কর্মীই মহিলা। এই ভাবে মহিলাদের ক্ষমতায়নের কাজও করছে এই সংস্থাটি। আর এই বিরাট পরিকাঠামোই চিনের উপর অ্যাপেলের নির্ভরশীলতা কমাতে বড় ভূমিকা নিয়েছে।
ফলস্বরূপ, বিশ্ব বাজারের লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন পৌঁছে যাচ্ছে ক্রেতাদের ঘরে ঘরে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে থেকে প্রায় ২২ বিলিয়ন ডলারের আইফোন তৈরি হয়েছে। আর এর প্রায় ৮০ শতাংশই রপ্তানি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম বা PLI এই বিপ্লবের মূল কারণ। আর কর্মসংস্থানের দিক থেকেও নতুন আশা জাগাচ্ছে অ্যাপেলের এই সব কারখানা।
