সাতসকাল নিউজ :
নেপালে নতুন সরকার গঠনের তো়ড়জোড় শুরু হচ্ছে। রক্তক্ষয়ী হিংসায় কেপি শর্মা ওলি সরকারের পতনের পরে Gen Z বিক্ষোভকারীদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নেপালে নতুন সরকার গঠন। আর এই অন্তর্বর্তী সময়ে বাংলাদেশের মতো নেপালেও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নেপালের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আনুষ্ঠানিক ভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন সুশীলা কার্কি।
নেপালের পরিস্থিতিতে ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ভারতকে ভীষণ সম্মান করি, ভালোবাসি ভারতকে। মোদীজির কাজে আমি অনুপ্রাণিত, ভারত বরাবর নেপালে অনেক সাহায্য করেছে।'নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্য , শুরু থেকেই সমস্যা ছিল। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। আমরা নেপালের উন্নয়নের জন্য কাজ করব। দেশকে নতুন ভাবে গড়া হবে।

