বিষয়া ভৌমিক :
রায়গঞ্জ শহরে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।কসবার নেতাজি মোড় সংলগ্ন একটি স্টিল ফ্যাক্টরির গোডাউন থেকে উদ্ধার হয় ব্যবসায়ী দীপক কুমার বসাকের ঝুলন্ত মৃতদেহ।মৃত ব্যবসায়ী ওই গোডাউনের অংশীদার ছিলেন বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃতের স্ত্রী মিঠু বসাক জানিয়েছেন ,বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়েছিলেন আমার স্বামী।এরপর সাড়ে দশটা নাগাদ খাওয়ার জন্য ফোন করলে সে আর ফোন ধরেননি।ওর সুগার ও পায়ের সমস্যা ছিল এতো উঁচুতে উঠে আত্মহত্যা করা একেবারেই সম্ভব নয়।আমার বিশ্বাস ওকে খুন করা হয়েছে।পুলিশের তদন্তের উপর আমাদের ভরসা রয়েছে।
অপরদিকে মৃতের দাদা দিলীপ কুমার বসাক দাবি করেছেন ,ব্যবসা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না।ঘটনাস্থল দেখে মনে হয়েছে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে মৃতের আরেক অংশীদার স্বপন কুমার সাহা বলেন, সকাল পোনে আটটায় দীপকের সাথে আমার ফোনে কথা হয়। দুপুর বারোটায় দেখা করার কথা ছিল। আমি এসে দেখি ওর গাড়ি দাঁড় করানো ,খুঁজতে খুঁজতে ভেতরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পাই।বিষয়টির নেপথ্যে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হচ্ছে।
ঘটনার পর পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে ।ব্যবসায়ীকের অস্বাভাবিক মৃত্যুতে পরিবার ,আত্মীয় স্বজন সহ অংশীদারদের ভিন্ন ভিন্ন বক্তব্যে রহস্য আরো গভীর হচ্ছে ।পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে ।

