সাতসকাল নিউজ :
বড় পদক্ষেপ কেন্দ্রের অবৈধ ভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়ে।অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক ডিটেনশন ক্যাম্প তৈরীর নির্দেশ দিয়েছেন প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলিকে ,উক্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।ওই ডিটেনশন ক্যাম্প গুলিতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের তাদের দেশে পাঠানোর আগে রাখা হবে।আর এর জন্য আরও ক্ষমতা দেওয়া হল ফরেনার্স ট্রাইব্যুনালকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,ফরেনার্স ট্রাইব্যুনাল যে কোনও সন্দেহভাজনকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবেন।যদি ওই সন্দেহভাজন দাবি করেন যে তিনি বিদেশি নন। যদি তিনি এদেশের নাগরিক তা প্রমাণ করতে না পারেন কিংবা আদালত থেকে উক্ত বিষয়ের উপর জামিনের ব্যবস্থা না করতে পারেন ,তবে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।অবৈধভাবে এদেশে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।সম্প্রতি পাশ হওয়া ২০২৫-এর অভিবাসন ও বিদেশি আইনের পরিপ্রেক্ষিতে উক্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত কয়েক মাস ধরে অভিযান চলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে।অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন রাজ্য থেকে।এই অনুপ্রবেশকারী ইস্যুতেই অভিযোগ উঠছে বাংলাভাষীদের উপর হেনস্থার।সরাসরি তৃণমূল অভিযোগ তুলছে ,ভিন রাজ্যে বাংলাভাষীরা বাংলা ভাষায় কথা বললে তাদের ধরে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে ।সাথে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদেরও।