ভক্তি বিশ্বাস
কলকাতা
হবে। সংগঠনের নেতৃত্বের মতে সাধারণ মানুষের আর্থিক ও নানান সহায়তাতে এতো বড়ো কর্মসূচী নেওয়া সম্ভব হয়েছে। কর্মসূচী থেকে তারা বিভিন্ন জায়গায় কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।আরওয়াইএফ নেতৃত্বের মতে যুবসমাজ তথা জনজীবনের জলন্ত সমস্যা সমাধানের একমাত্র পথ শ্রেণী সংগ্রাম। সেই বার্তা বাংলার বিভিন্ন প্রান্তে অধিকার যাত্রার মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। কর্মসূচি সম্পর্কে আরওয়াইএফ সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব বন্দোপাধ্যায় জানান "বর্তমান সময়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা।মূল্যবৃদ্ধি, বেকার সমস্যার বাড়বাড়ন্ত ,রাজ্যে শিল্প নেই , কর্মক্ষেত্রে বাঁচার মতো পারিশ্রমিক পাওয়া যায় না।এমন পরিস্থিতির মোকাবিলা করার প্রয়োজন ক্লাস স্ট্রাগল। কিন্তু দেশের ও রাজ্যের শাসক দল মানুষকে কাস্ট স্ট্রাগলের ফাঁদে ফেলেছে।এরই বিরুদ্ধে যুবসমাজকে সংগঠিত করতে এবং সাধারণ মানুষের কাছে শ্রেণী সংগ্রামের বার্তা পৌঁছে দিতে আমরা কোচবিহার থেকে কলকাতা অধিকার যাত্রা করছি।" ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বামফ্রন্ট অন্তর্ভূক্ত রাজনৈতিক দলগুলোর ছাত্র যুব ফ্রন্ট গুলি সাধারণত অধিকাংশ কর্মসূচী এসএফআই ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে করে থাকে।কিন্তু এবার বামফ্রন্ট অন্তর্ভূক্ত রাজনৈতিক দলের যুব সংগঠন হিসেবে আরওয়াইএফ পশ্চিমবঙ্গ কমিটির একক কর্মসূচী ওয়াকিবহাল মহলের একাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখছে।