Select language to read news in your own language

উৎসশ্রী portal-এ বদলি সময়সীমা স্থগিত আগামী 6 months

ভক্তি বিশ্বাস



সোমবার ৩০জুন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের জারি করা এক নির্দেশিকায় উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া স্থগিতের সময়সীমা  আরো ৬মাস বাড়ানো হয়েছে। অবশ্য মিউচ্যুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। কিন্তু সেই সুযোগ শুধুমাত্র প্রাথমিকের জন্য ,মাধ্যমিকের ক্ষেত্রে একই অবস্থা। অভিযোগ নিয়োগ প্রক্রিয়ার নাম করে এই পোর্টাল দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে। অথচ ১০বছরের মধ্যে কিছু পেন্ডিং আপার প্রাইমারি নিয়োগ ছাড়া ,কার্যত প্রায়  নিয়োগ বন্ধ। এপ্রসঙ্গে 'মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি'র নেতা অনিমেষ হালদার জানান "মাঝে মিউচ্যুয়াল ট্রান্সফার চালুর বিজ্ঞপ্তি বের হলেও এখনো পর্যন্ত এই বদলির আবেদনগুলি কার্যকর করা হচ্ছে না। অথচ মিউচ্যুয়াল ট্রান্সফারে কোনো স্কুলের কোনো ক্ষতি হয় না। আমরা দ্রুত আপোষ বদলি কার্যকর করার দাবি জানাচ্ছি।" 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: