সাতসকাল নিউজ :
সিপি রাধাকৃষ্ণন। সংসদের দুই কক্ষেই তথা লোকসভা সহ বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই নির্বাচনে রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত ছিল।
কিন্তু কৌতূহল ছিল ভোটের অঙ্ক নিয়ে। শাসক জোট শুধু নিজের ভোট অটুট রাখবে, নাকি জোগাড় করবে অতিরিক্ত ভোটও, তা নিয়ে কৌতূহল ছিল ওয়াকিবহাল মহলে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিজেদের সব ভোট ধরে রাখতে পারবে কি না, সে দিকেও নজর ছিল বিভিন্ন শিবিরের।
ফলাফল বলছে ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন।