সাতসকাল নিউজ :
ক্রমশ বদলাচ্ছে নেপালের সমীকরণ।গোটা দেশের দখল নিয়েছে তপ্ত জনতা।শুধু কাঠমান্ডু নয়,রাজধানীর সাথে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে।পুলিশ আর জনতার সঙ্গে চলা সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের।এটাই এখন দেখার বিষয় ,এমন পরিস্থিতিতে নেপালের ভবিষ্যৎ কোন পথে!
জানিয়ে রাখি ,পর পর ইস্তফা নেপাল সরকারের মন্ত্রীদের।১০ জন মন্ত্রী ইস্তফা দিয়েছে অর্থাৎ প্রায় ফাঁকা দেশটির মন্ত্রীসভা।আজ সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।কিন্তু আদৌ কী হবে বৈঠক? যে কোন মূহুর্তে দেশ ছাড়তে পারেন ওলি।
সূত্রের খবর ,দুবাইতে আস্থানা খুঁজছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আপাতত দেশ ছাড়ার তোড়জোড় করছেন নেপালের প্রধানমন্ত্রী।সেনা দখল নিয়েছে বিমানবন্দরের।সারি সারি চপার দাঁড়িয়ে আছে ।তাহলে কী এবার দেশ ছাড়তে চলেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ,জোর জল্পনা শুরু।