বিষয়া ভৌমিক :
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল।এবার সেই অভিযুক্ত তৃনমূল ছাত্র নেতাকে গ্রেফতারে করলো চাঁচল থানার পুলিশ।
সোমবার রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের তরফে সংগঠন থেকে বহিস্কার করা হয় অভিযুক্ত ছাত্র নেতা এবি সোহেলকে।তারপরেই ওইদিন রাতেই তাঁকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।আজ তাকে তোলা হয় চাঁচল মহকুমা আদালতে।
চাঁচল মহাবিদ্যালয়ের ইউনিটের সভাপতির পদে ছিলেন এবি সোহেল।সোমবার রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের তরফে তাকে বহিষ্কারের পাশাপাশি ভেঙে দেওয়া হয় চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট।চাঁচল কলেজের উক্ত ইউনিটে ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের ৩০ জন সদস্য।সোহেল দুই বছর আগে চাঁচল কলেজের ইউনিট সভাপতির দায়িত্ব গ্রহন করেন ,সে চাঁচল কলেজেরই পড়ুয়া।এবার ফাইনাল ইয়ার, সিক্স সেমিস্টার পাশ কোর্সের ছাত্র।
পুলিশ সূত্রে খবর, ধৃত ছাত্র নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।সেদিনের ঘটনায় যারা প্রত্যক্ষ ভাবে জড়িত তাদের সনাক্ত করা হচ্ছে।