Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Tilottama রাষ্ট্রের নয় বলেই বিচারহীন

নরেন্দ্রনাথ কুলে


এক বছর বিচারহীন তিলোত্তমা । বিচারহীনতার দায় কার ? এই মূহুর্তে যাঁদের কথা বলতে হয় তাঁরা হল সিবিআই আর মহামান্য আদালত। আদালতে বিচারাধীন বলে রাজ্য সরকার দায় এড়িয়ে যেতে পারে । তৃণমূল দল তা নিয়ে যুক্তি তুলতে পারে । কিন্তু দায় কেউ এড়িয়ে যেতে পারে কি ? এমনকি কেন্দ্রীয় সরকার ও দায় এড়িয়ে যেতে পারে না বলে কথা উঠেছে । এ কথাও উঠেছে যে দুই সরকারের এ নিয়ে সেটিং রয়েছে । তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীন । এই সংস্থা স্বয়ংসম্পূর্ণ হলেও তদন্তের গতিপথ ও প্রক্রিয়ায় তারা তার ছাপ ফেলতে পারে নি বলে আওয়াজ চলেছে । কিন্তু সেই আওয়াজ কর্ণপাত করার কর্ণ বাস্তবে নেই। রাজ্য সরকারের পুলিশ নিজের মত করে, এমনকি আইন ও পদ্ধতি মাফিক তিলোত্তমা খুনের প্রাথমিক তদন্তের সঠিক ক্রিয়া তাদের দায়িত্ববোধে ছিল না বলে মহামান্য আদালত আগেই বলেছে । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহামান্য আদালতের সেই কথার গুরুত্ব এড়িয়ে গিয়ে রাজ্য পুলিশের তদন্তের পথেই হেঁটে চলেছে । শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থা রাজ্য সরকারের সুরে, রাজ্য পুলিশের সুরে গান গাইছে । এমনকি সেই গান দিয়ে তিলোত্তমার বাবা-মা কে প্রভাবিত করার চেষ্টা করেছে । এমনকি তিলোত্তমার বিচারের দাবি তারাও সেইমত করে চলেছে । তিলোত্তমার খুন একটি প্রাতিষ্ঠানিক খুন । সকলের কাছে তা পরিষ্কার হলেও রাজ্য সরকার ও তার পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পরিষ্কার নয় কারণ তারা প্রমান খুঁজে পায় না । সত্য খোঁজার জন্য প্রথম স্তরে যাদের তথ্য সংগ্রহ করার দায়িত্ব থাকে তারা সরকার পক্ষের। সংগ্রহিত সেই তথ্য নিয়ে যারা সত্য খুঁজতে যায় তারাও সরকার পক্ষের । আবার এই পক্ষের তথ্যের ওপর যে বিচার দেবে সে ও সরকার পক্ষের । কাগজে কলমে তর্কে কিন্তু এরা সকলেই নিরপেক্ষ । তবু তিলোত্তমার খুনের ঘটনার সত্যতার পক্ষে এখনো তাঁরা সরব হতে পারেনি । তিলোত্তমার ন্যায় বিচারের পক্ষে তাঁরা এখনো রায় দিতে পারেনি । 
পুলিশ, সিবিআই, আদালত রাষ্ট্রের শাখাপ্রশাখা । রাষ্ট্রের অঙ্গ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তিলোত্তমা খুন । খুনের তথ্য রাষ্ট্রীয় সংস্থার হাতে সংগ্রহিত থেকে সংবাহিত । সেই সংবহন রাষ্ট্রীয় অঙ্গপ্রত্যঙ্গে রাষ্ট্রের প্রয়োজনে ঘটবে এটাই স্বাভাবিক। রাষ্ট্রীয় চোখের ঈশারায় ঘটবে এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাই আজকের রাষ্ট্র ব্যবস্থা । এই ব্যবস্থার শিকার তিলোত্তমা শুধু নয়, তিলোত্তমার পরিবার ও সমাজ তার শিকার । তিলোত্তমা তখন রাষ্ট্রের নয় । এই ব্যবস্থায় আজ ও কালকের তিলোত্তমারা ও তাঁদের সমাজ ন্যায়-বিচার থেকে বঞ্চিত কি স্বাভাবিক নয় ! 

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: