রাবণ মণ্ডল, বোলপুর :
বাংলা ভাষা নিয়ে বিশ্বভারতীর নোটিশ জারি। এমন নোটিশ জারি করে আগেও কণ্ঠ রোধের চেষ্টা হয়েছে বিশ্বভারতীর পক্ষ থেকে অধ্যাপকদের বিরুদ্ধে। এবারও সেই পুরোনো কায়দাতেই নোটিশ জারি করল বিশ্বভারতী কতৃপক্ষ। সে নিয়েই উঠেছে প্রশ্ন। বাংলা ভাষা ও বাঙালিদের নিয়ে যাতে কোনো অধ্যাপক সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে না পারে সে জন্য একটি নির্দেশিকা নোটিশ জারি করেছে আজকে বিশ্বভারতী কতৃপক্ষ। সে নিয়েই নেটিজনদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক।
রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যাপকরা বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে যখন আক্রমণ শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, সে সময় মুখ খুলতে পারবে না। এমন বিষয় নিয়ে কতৃপক্ষের নোটিশ জারি নিয়ে বিতর্ক তুঙ্গে। যদিও এখনও এবিষয় নিয়ে তেমন ভাবে কোনো অধ্যাপক মুখ খোলেনি। এবার দেখার এমন স্পর্শ কাতর বিষয় নিয়ে অধ্যাপক, শিক্ষক এবং ছাত্র, ছাত্রীরা কি কি পদক্ষেপ নেয়। আর রাজনৈতিক মহলেও কি আলোড়ন তুলে সে দিকেই নজর থাকবে সবার।