Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

পুলিশের সাফল্য, ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া গাড়ি !


 



রাবণ মণ্ডল :

ফের সাফল্য আউশগ্রাম থানার গুসকরা পুলিশ তদন্ত কেন্দ্রের। গুসকরা থেকে চুরি যাওয়ার ১২ ঘন্টার মধ্যেই আউশগ্রামের গুসকরা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হল চারচাকা চুরি যাওয়া গাড়িটি। সেইসঙ্গে পুলিশের জালে ধৃত ২ জন দুষ্কৃতি।

পুলিশসূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম আক্কাশ আলী আর সাবির মল্লিক। তারমধ্যে আক্কাশের বাড়ি আরামবাগ এলাকায় এবং পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার বাসিন্দা সাবির। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় মারুতি সুইফট গাড়িতে চড়ে গুসকরার শিরিষতলা এলাকায় একটি ব্যাঙ্কে আসেন মঙ্গলকোটের মাহাত্মপুরের বাসিন্দা শেখ মনিরুল। তিনি বন্ধুকে গাড়ির কাছে দাঁড়াতে বলে ব্যাঙ্কের ভিতরে যান। সে সময় একটি আরটিকা গাড়িতে চড়ে জনা চারেক ব্যক্তি নিজেদেরকে গাড়ির ঋণ প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। তারপর গাড়ির মালিক শেখ মনিরুলের বন্ধুকে গাড়ির ঋণ বকেয়া রয়েছে বলে জোরপূর্বক তার সামনে থেকে গাড়িটি চালিয়ে নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। পরে পুলিশের দ্বারস্থ হন গাড়ির ওই মালিক। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ যাচায় করে পালানো দুষ্কৃতিদের চুরি করা আরটিকা গাড়ির মালিকের সন্ধানে খোঁজ শুরু করেন। ব্যান্ডেলের বাসিন্দা সেই গাড়ি মালিকের কাছে পুলিশ জানতে পারে ধৃতরা তার গাড়িটি ভাড়া নিয়ে আসে। 

এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো ধৃত দুস্কৃতিরা। এদিন বিকালে সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি ব্যারাকপুর কমিশনারেটের অধীনস্থ বাসুদেবপুর এলাকায় একটি প্রেট্রোল পাম্পের কাছ থেকে ধৃতদের দেখানো জায়গা থেকে চুরি যাওয়া গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এদিন। আগামীকাল ধৃতদেরকে বর্ধমান আদালতে তোলা হবে বলে জানা যায় আউশগ্রাম থানার পুলিশ।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: