কলকাতা: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই বিশেষ আলোচনায় উঠে এসেছে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিজেপি–তৃণমূল দ্বন্দ্ব। নির্বাচন কমিশন সম্প্রতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া চালুর নির্দেশ দিয়েছে। এই প্রক্রিয়ার আওতায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করা হবে।
এই সিদ্ধান্তের একদিন পরই রাজ্য বিজেপি শুরু করেছে নতুন প্রচারাভিযান—‘No SIR, No Vote’। বিজেপির অভিযোগ, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকার এই সংশোধন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। দলটির দাবি, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় ১৭ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, যাদের নাম বাতিল না করলে প্রকৃত ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হবে।
বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই এই ভুয়ো ভোটারদের একটি তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের বক্তব্য, “যদি ভোটার তালিকা সংশোধন সঠিকভাবে না হয়, তবে ২০২৬ সালের নির্বাচন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করবে সাধারণ মানুষকে।”
অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি রাজ্যে ভুয়ো অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নির্বাচন কমিশনের কাজকে প্রশ্নবিদ্ধ করছে। শাসক দলের মতে, ভোটের আগে মানুষের দৃষ্টি ঘোরাতেই এ ধরনের প্রচার চালাচ্ছে বিরোধী শিবির।
রাজ্যে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে এই রাজনৈতিক তরজা যে আগামী দিনে আরও তীব্র হবে, তা নিয়ে সংশয় নেই। নির্বাচন কমিশনের ভূমিকা এবং SIR প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে সম্পন্ন হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র রাজ্য।