Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ঋণ জালিয়াতি কাণ্ডে তোলপাড়, অনিল আম্বানির বিরুদ্ধে ইডি-র Lookout Notice


ঋণ জালিয়াতির মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশ। অভিযোগ, বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা ফেরত না দিয়ে বেআইনিভাবে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে, যার প্রমাণ ইতিমধ্যেই হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, ইডি এই মামলায় জড়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করছে। তদন্তে উঠে এসেছে, ঋণ নেওয়ার প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটেছে। এই মামলার প্রাথমিক পর্যায়েই গ্রেফতারি পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে তদন্ত আরও গভীরতর পর্যায়ে পৌঁছেছে।

লুক আউট নোটিশ জারি হওয়ায় অনিল আম্বানি এখন দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন না। ইডি-র দাবি, তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি এবং প্রয়োজনে গ্রেফতারও করা হতে পারে। এই ঘটনার পর ব্যবসায়িক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঋণ ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon