Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

নাৎসি বাহিনীর সাম্রাজ্যবাদী ও ফ্যাসিবাদী যুদ্ধের বিরুদ্ধে ভারতীয় বুদ্ধিজীবীরা  





"..... আমরা অন্যান্য দেশবাসীর সহিত সমস্বরে বলিতেছি, আমরা যুদ্ধকে ঘৃণা করি এবং তাহা বর্জন করিতে চাই; যুদ্ধে আমাদের কোনো স্বার্থ নাই । কোনও সাম্রাজ্যবাদী যুদ্ধে ভারতবর্ষের যোগদানের আমরা ঘোরতর বিরোধী। কারণ, ইহা জানি ভবিষ্যত যুদ্ধ সভ্যতা ধ্বংস করিবে। সোভিয়েত রাষ্ট্রমণ্ডল বা নাৎসি জার্মানি যেখানেই সংস্কৃতি বিপন্ন হইবে, তথায় উহা রক্ষার জন্য আমরা উদগ্রীব এবং আমাদের মহৎ উত্তরাধিকার রক্ষার জন্য আমরা যথাশক্তি চেষ্টা করিব । "
(স্পেনে ফ্যাসিস্ট শক্তির উত্থান ও ফ্যাসিবাদের উন্মত্ত আচরণের বিরুদ্ধে ১৯৩৬ সালে বেলজিয়ামের ব্রাসেলসে বিশ্বশান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বিশ্ব বিশ্রুত রমা রলা ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিশ্বজনমত গঠন সাহায্যের আবেদন জানালে ভারতে League Against Fascism and War কমিটি গঠিত হয়। ভারতবর্ষ থেকে পাঠানো রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রফুল্লচন্দ্র, প্রমথ চৌধুরী প্রমুখের স্বাক্ষরিত ইস্তেহারের বক্তব্য।)
পরবর্তীকালে ১৯৪১ সালে নাৎসি জার্মানী সোভিয়েত আক্রমণ করলে সারা বিশ্ব জার্মানির বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণায় ফেটে পড়ে। ওই বছরই ২১ জুলাই কলকাতা টাউন হলে সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী সভায় "Soviet Achievements: Indian Intellectuals Menifesto ' য় যে বিবৃতি প্রচার হয় :
"....In a little over twenty years and in face of the most stupendous odds , the common people of the Soviet Union have created what we believe in a new civilization. And even we in India, born down by generation of inanity, degradation, can not remain undisturbed when that civilization is in peril. Helpless and unfree we can atleast send our good wishes to the Soviets and wait anxiously for the day when they will come out victorious over forces arrayed against them".

তথ্যসূত্রঃ নন্দলাল মাইতি, ২০০২ " আচার্য্য প্রফুল্ল চন্দ্রের জীবনবেদ", আগরতলা, পৃষ্ঠা: ২৩৮ - ২৪০ 

তথ্য সংগ্রহ ও সম্পাদনা : ড: রাজীব সিকদার, কলকাতা
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: