কলকাতার বড়বাজারে এক কসমেটিক্স দোকানে ঘটেছে চাঞ্চল্যকর প্রতারণা। পুলিশের দাবি, মানিষা ধর নামের এক মহিলা সাইবার অপরাধী দোকান মালিককে প্রায় ১ কোটি টাকার প্রতারণা করেছেন। তিনি একটি ভুয়ো ব্যাংক ডিপোজিট স্লিপ পাঠিয়ে মালপত্র নিয়ে উধাও হয়ে যান।
মানিষা ও তার চক্র দীর্ঘদিন ধরেই উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ব্যাংক ও ব্যবসায়ীদের ঠকিয়ে আসছে। সূত্র অনুযায়ী, এর আগে চণ্ডীগড়ে একটি ব্যাংকে প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণা করেছিল এই গ্যাং।
এই ঘটনার পর কলকাতা ও পাঞ্জাব পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর ও গাড়ির খোঁজে নেমেছে তদন্তকারীরা। পুলিশের অনুমান, মানিষার সঙ্গে আরও কয়েকজন মহিলা মিলে একটি সংগঠিত সাইবার গ্যাং চালাচ্ছেন।