সোমনাথ চৌধুরী :
ফের নয়া বিতর্ক অভয়া কান্ডে ।বুধবার অভয়ার বাকাকে মানহানির নোটিশ পাঠান তৃনমূল নেতা কুনাল ঘোষ ।এরপরেই পাল্টা অভিযোগ সামনে এলো নির্যাতিতার পরিবারের তরফে ।
বুধবার,সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভয়ার মা ।তিনি সরাসরি মানহানি নোটিশের প্রসঙ্গে বলেন ,"ওর মন আছে বলে মনে করি না।নামটা মুখে নেবেন না।" পাশাপাশি কুনাল ঘোষের সিবিআই সেটিং-য়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে?উত্তরে নির্যাতিতার বাবা-মা একসাথে বলেন,"হ্যাঁ,আমাদের কথা বিশ্বাস না হলে বিষয়টি নিয়ে তদন্ত করা হোক ।
সেই সাথে আরও বিস্ফোরক অভিযোগ এনে অভয়ার মা দাবি করেন, "আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন। বাড়িতে আসেনি আমাদের ,তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি ব্যাপারটা মিটিয়ে নেবেন ।" সাথে সাথে অভয়ার বাবা সাংবাদিকদের সামনে তুলে ধরেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ।যেখানে প্রেরকের নাম লেখা ছিল 'TMC Kunal Ghosh' । তিনি জানান, কুনাল ঘোষ বিভিন্ন ধরনের মেসেজ করেন আমাদের ।তিনি পরামর্শ দেন ,আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি ।যদিও টাকা দিতে চাওয়ার প্রসঙ্গে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছেন অভয়ার বাবা ।
অভয়ার বাবা - মা আরও সংযোজন করে বলেন, মাঝে মধ্যেই ফোন করতেন কুনাল ঘোষ,মেসেজও পাঠাতেন ।এমনকি তাঁদের দাবি ,একবার ভিডিও পাঠিয়েছিলেন তিনি ।
অভয়ার বাবা - মায়ের এহেন কথার উত্তরে কুনাল ঘোষ সরকারি অভিযোগ গুলি অস্বীকার করে জানান,"অভয়ার বাবা আমায় আক্রমণ করেছেন ।আমি নাকি ফোন করে করে রফার চেষ্টা করতাম ।তারপর নাকি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়েছেন ।হাতজোড় করে অভয়ার বাবাকে বলছি ,আপনার কাছে সমন যাবে ,দয়াকরে আদালতে এসে মাননীয় বিচারককে এগুলো দিন।