নরেন্দ্রনাথ কুলে
'আমাদের পাড়া, আমাদের সমাধান' পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপে মানুষের সাড়া অভূতপূর্ব । পাড়ার সমাধানে মানুষ অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক। এর আগে 'দুয়ারে সরকার' প্রকল্প সাফল্যলাভ করেছে কিংবা করে চলেছে । তারপরেও 'আমাদের পাড়া আমাদের সমাধান' শুরু হল । সরকার মানুষের দুয়ারে দুয়ারে মানুষের সমস্যার সমাধান করে দিয়েছে, এবার পাড়ার সমস্যার সমাধানে পাড়ায় পাড়ায় বুথে বুথে সরকার পৌঁছে যাচ্ছে । এই উদ্যোগ মানুষ ও পাড়ার সমস্যা সমাধান করবে তাই মানুষের উৎসাহ থাকবে না তা হতে পারে না । তবুও প্রশ্ন করতে হয় ।
'দুয়ারে সরকার' চার বছর আট মাস আগে শুরু হয়েছিল, তাতে সকল মানুষের সমস্যার সমাধান হয়ে গেছে কি ? যদি সমাধান হয়ে থাকে, তাহলে 'আমাদের পাড়া আমাদের সমাধান' পদক্ষেপ কেন ? 'দুয়ারে সরকার' মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধান ছিল, তাই 'পাড়ার সমাধান' এর জন্য পদক্ষেপ নিতে হল । তাই কি ?
এই দুটি পদক্ষেপ নিতে হল, ঠিক ভোটের আগে আগে কেন ? 'দুয়ারে সরকার' চালু হয়েছিল ২০২১-এ বিধানসভা ভোটের আগে । আর এই 'সমাধান' পদক্ষেপ-ও লক্ষ্য ২০২৬-এর বিধানসভা ভোট ? উন্নয়ন শতাংশের হিসেবে মাননীয়া পুরো কাজ হয়ে গেছে বলে প্রথম পর্যায়ে বলে দিলেও অবশিষ্ট কিছু থাকলে এই পদক্ষেপের ফলে সমাধান করতে আর কিছু বাদ থাকবে না । তবে ভোটের আগে তা না হলেও ভোটের প্রতিশ্রুতি নিয়ে মানুষ আবার জেতাবে তা নিশ্চিত ।
কিন্তু পাড়ার সমাধান করার জন্য সরকারকে পাড়ায় পাড়ায় পৌঁছে মানুষের কথা শুনতে হচ্ছে কেন ? পাড়ার কথা শোনার জন্য সরকারের প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধি কি নেই ? নাকি থাকলেও তাঁরা কোন সমস্যা দেখতে পায় না । ত্রিস্তরীয় পঞ্চায়েত, মিউনিপ্যালিটি, কর্পোরেশনের প্রতিনিধি কি পাড়ার প্রতিনিধি নয় ? পঞ্চায়েত সদস্য এবং পুরপ্রতিনিধি র পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে সমস্যা দেখা কি সহজ কাজ নয় ? পাড়ার সমস্যা সমাধানে তাঁরাই তো প্রথম পদক্ষেপ নেবে । সেই পদক্ষেপ নিতে তাঁরা কি যোগ্য নয়, নাকি ব্যর্থ? নাকি তাঁদের কথা তাঁদেরই নেতা ও প্রশাসন শোনেন না ? নাকি ভোটে জেতার পর কি তাঁরা পাড়ায় ঘোরেন না ? ভোটে জেতার পর তাঁরা কি সময় পান না ? পাড়ায় ঘোরার সময় না পেলে তাঁদের কি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তে হয় বা ব্যস্ত রাখতে হয় ? তাই কি জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও সরকারকে আলাদা করে সরকারি অর্থ খরচ করে সমাধান করার জন্য শিবির করতে হয় । ভোটের আগে এমন সরকারি শিবিরের লক্ষ্য ভোট হলে কি যায় আসে । ভোটের জন্য তো সরকার বা সরকারের জন্য ভোট এ কথা তো আর এখন ফেলনা নয় ।