Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

পাড়ার সমাধানে সরকার এবং ভোট

নরেন্দ্রনাথ কুলে


'আমাদের পাড়া, আমাদের সমাধান' পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপে মানুষের সাড়া অভূতপূর্ব । পাড়ার সমাধানে মানুষ অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক। এর আগে 'দুয়ারে সরকার' প্রকল্প সাফল্যলাভ করেছে কিংবা করে চলেছে । তারপরেও 'আমাদের পাড়া আমাদের সমাধান' শুরু হল । সরকার মানুষের দুয়ারে দুয়ারে মানুষের সমস্যার সমাধান করে দিয়েছে, এবার পাড়ার সমস্যার সমাধানে পাড়ায় পাড়ায় বুথে বুথে সরকার পৌঁছে যাচ্ছে । এই উদ্যোগ মানুষ ও পাড়ার সমস্যা সমাধান করবে তাই মানুষের উৎসাহ থাকবে না তা হতে পারে না । তবুও প্রশ্ন করতে হয় । 
'দুয়ারে সরকার' চার বছর আট মাস আগে শুরু হয়েছিল, তাতে সকল মানুষের সমস্যার সমাধান হয়ে গেছে কি ? যদি সমাধান হয়ে থাকে, তাহলে 'আমাদের পাড়া আমাদের সমাধান' পদক্ষেপ কেন ? 'দুয়ারে সরকার' মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধান ছিল, তাই 'পাড়ার সমাধান' এর জন্য পদক্ষেপ নিতে হল । তাই কি ?
এই দুটি পদক্ষেপ নিতে হল, ঠিক ভোটের আগে আগে কেন ? 'দুয়ারে সরকার' চালু হয়েছিল ২০২১-এ বিধানসভা ভোটের আগে । আর এই 'সমাধান' পদক্ষেপ-ও লক্ষ্য ২০২৬-এর বিধানসভা ভোট ? উন্নয়ন শতাংশের হিসেবে মাননীয়া পুরো কাজ হয়ে গেছে বলে প্রথম পর্যায়ে বলে দিলেও অবশিষ্ট কিছু থাকলে এই পদক্ষেপের ফলে সমাধান করতে আর কিছু বাদ থাকবে না । তবে ভোটের আগে তা না হলেও ভোটের প্রতিশ্রুতি নিয়ে মানুষ আবার জেতাবে তা নিশ্চিত । 
কিন্তু পাড়ার সমাধান করার জন্য সরকারকে পাড়ায় পাড়ায় পৌঁছে মানুষের কথা শুনতে হচ্ছে কেন ? পাড়ার কথা শোনার জন্য সরকারের প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধি কি নেই ? নাকি থাকলেও তাঁরা কোন সমস্যা দেখতে পায় না । ত্রিস্তরীয় পঞ্চায়েত, মিউনিপ্যালিটি, কর্পোরেশনের প্রতিনিধি কি পাড়ার প্রতিনিধি নয় ? পঞ্চায়েত সদস্য এবং পুরপ্রতিনিধি র পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে সমস্যা দেখা কি সহজ কাজ নয় ? পাড়ার সমস্যা সমাধানে তাঁরাই তো প্রথম পদক্ষেপ নেবে । সেই পদক্ষেপ নিতে তাঁরা কি যোগ্য নয়, নাকি ব্যর্থ? নাকি তাঁদের কথা তাঁদেরই নেতা ও প্রশাসন শোনেন না ?  নাকি ভোটে জেতার পর কি তাঁরা পাড়ায় ঘোরেন না ? ভোটে জেতার পর তাঁরা কি সময় পান না ? পাড়ায় ঘোরার সময় না পেলে তাঁদের কি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তে হয় বা ব্যস্ত রাখতে হয় ? তাই কি জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও সরকারকে আলাদা করে সরকারি অর্থ খরচ করে সমাধান করার জন্য শিবির করতে হয় । ভোটের আগে এমন সরকারি শিবিরের লক্ষ্য ভোট হলে কি যায় আসে । ভোটের জন্য তো সরকার বা সরকারের জন্য ভোট এ কথা তো আর এখন ফেলনা নয় ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: