ভক্তি বিশ্বাস
কলকাতা
শুক্রবার ৮আগষ্ট আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা পিজিটি ডাক্তার হত্যাকাণ্ডের একবছর পূর্ণ হলো।ওয়েষ্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের আহ্বানে এদিন কয়েক হাজার মানুষের জযমায়েয রাত্রি ৯টা সময় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মশাল মিছিল করে পৌঁছায় মধ্যরাতে। মিছিলে আট থেকে আশি বিভিন্ন পেশা ও স্তরের জনসাধারণকে দেখা যায়। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হলে অভয়ার বিচার,আজাদি থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি ওঠে। মিছিলে পা মেলাতে দেখা গেছে নাট্যব্যক্তিত্ব থেকে মেডিকেল সার্ভিস সেন্টার, অভয়া মঞ্চের সদস্যদের। মিছিল শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে পৌঁছালে দেখা যায় এক স্থানীয় প্রৌঢ় মজুর সকলের উদ্দেশ্যে বলছে কাউকে আপনারা ছাড়বেন না। মিছিল শেষে সভায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী তথা মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলে অনিকেত, আসফাকউল্লা , দেবাশীষদের ক্ষুদিরাম,নেতাজীদের উত্তরাধিকারী বলে তুলনা করেন। তিনি বলেন শাসক নয় শেষ কথা বলবে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন। অন্যদিকে আজ ৯আগষ্ট যখন আরজিকর মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনিকেত,দেবাশীষদের শোক ও শপথের রাখি বন্ধন কর্মসূচী চলবে। তখনই অভয়ার মা-বাবার আহ্বানে বিচারের দাবিতে নবান্ন অভিযান।