চলছে আদিবাসী ডেপুটেশন। ছবিঃ রাখী
মায়া বৈরাগী
ডেপুটেশন দিতে এসে আউশগ্রাম থানার আইসির ব্যবহারে মুগ্ধ আদিবাসী নেতা, কর্মীরা। সশস্ত্রবাহিনীর এই আদিবাসী ডেপুটেশন নিয়ে সারাদিনই সরগরম ছিল আউশগ্রামের রাজনৈতিক মহল। কিন্তু কি এমন হল! ম্যাজিকের মতো বস হয়ে গেলেন ক্ষুব্ধ আদিবাসী নেতারা! উল্টে থানায় ডেপুটেশন দিতে এসে, জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। সেই ক্ষোভের আঁচ থেকে বাদ যাননি জেলার মন্ত্রী স্বপন দেবনাথও। তবে মন্ত্রীর ভলো ব্যবহারের কথা মাইক ধরে বলেন আদিবাসী নেতারা।
এদিন থানা চত্ত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা শাসক ও মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে তুমুল ক্ষোভ প্রকাশ করলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য সভাপতি বিজয়চন্দ্র সরেন। তিনি মন্ত্রী স্বপন দেবনাথকে নির্বাচনে ক্ষমতাচ্যুত করে দেওয়ারও ইঙ্গিত দেন এদিন। শনিবার আউশগ্রাম থানায় ডেপুটেশন দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল নামের একটি আদিবাসী সংগঠন। তাদের দাবি এই সংগঠনের নাম ব্যবহার করে কিছু মানুষ অনৈতিক কার্যকলাপ করে চলেছে ধারাবাহিক। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া সহ ৮ দফা দাবিতে এদিন পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেই কর্মসূচিতে যোগ দিয়ে এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ সংগঠনের রাজ্য সভাপতি বিশ্ব আদিবাসী দিবস উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তার অভিযোগ তারা কর্মসূচি নিয়ে জেলাশাসকের কাছে গেলে তিনি অনুপস্থিত থাকেন। আর মন্ত্রী স্বপন দেবনাথ তাদেরকে শুধু প্রতিশ্রুতিই দিয়ে রাখেন। এই ক্ষোভের কারণ কিন্তু তেমন ভাবে স্পষ্ট করে জানাননি তিনি। এদিন আদিবাসী নেতারা শুধু বলেন, এই সরকারের আমলে আমাদের আদিবাসীরা তেমন কোনো উপকার পায়নি। তবে বক্তৃতা দিতে গিয়ে আদিবাসী নেতারা বার বার বলেন, আমাদের কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের সংগঠন সামাজিক মাঝি বাবাদের নিয়ে। আমরা যখন তখন চেয়ার থেকে নামিয়ে দিতে পারি। ৮ দফা দাবিতে ডেপুটেশন হয়। সেখানে গলসী ও বুদবুদ থানার ওসি র প্রতিও ক্ষোভ প্রকাশ করেন নেতারা। তবে আউশগ্রাম থানার পুলিশ থানার গেট বন্ধ করে দিয়ে তাদের অসম্মান করেনি। গণতান্ত্রিক ডেপুটেশন দিতে এসে আউশগ্রাম থানায় আমরা অসম্মানিত হয়নি। এটিও বলেন নেতারা। তারা বলেন, কাঁকসা থানার ব্যবহারে আমাদের গেট ও বেরিগেড ভাঙ্গতে হয়েছিল। এটা আমরা চাইনি। আমরা মূল নিবাসী। সরকার আমাদের সম্মান দিক। আমরা সরকারের পাশে দাঁড়িয়ে কাজ করবো এও বলতে শোনা যায় তাদের!