হাসান লস্কর বাবলু, দক্ষিণ ২৪ পরগনা :
সুন্দরবনের প্রত্যন্ত নদীবেষ্টিত এলাকার মধ্যে অন্যতম ব্লক গোসাবা বাসিন্দার প্রসেনজিৎ মন্ডল। সারা বছর জুড়ে সুন্দরবনের পিছিয়ে পড়া জনজাতির আর্থসামাজিক উন্নতি সাধনে তাদের সংগঠন সুন্দরবন ফাউন্ডেশনের মাধ্যমে সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন. মায়েদের নিয়ে চড় খায় সুতো কাঁটা থেকে শুরু করে. বাড়িতে দশ বেড়ে দাঁতও পড় চিকিৎসালয় ফ্রিতে টেলিমেডিসিন দেওয়া. একশ কুড়িটা বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করানো এছাড়া আইলা আমফান বুলবুল ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে সম্বলহারা মানুষদেরকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের কর্তার্জিত অর্থে নিরস্রয় মানুষজনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রসেনজিৎ মন্ডল.
প্রায় পাঁচ লক্ষ ম্যানগ্রোভ চারা লাগিয়েছেন নদীর চরে সুন্দরবনের মায়েদের দিয়ে। যাতে করে নদীর বাঁধ রক্ষা করা যায় । এবং প্রাকৃতিক দুর্যোগকে আটকানো যায়। আর এমনই জন সেবামূলক কাজের জন্য বিগত দিনে
উনি মুম্বাইতে রিয়েল হিরো অ্যাওয়ার্ড পেয়েছিলেন সোনু সুদের হাত থেকে। দিল্লির কনস্টিটিউশন হল থেকে উনিও এওয়ার্ড পেয়েছিলেন. এবার মুম্বাইয়ে পাঁচতারা হোটেলে আরম্ভর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার তুলে দিলেন অতসীপ্রাপ্ত বিখ্যাত ক্রিকেটার হরভজন সিং । এবং তিনি আশ্বাস দেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন।