বিতর্কিত মন্তব্যে ফের শিরোনামে তসলিমা নাসরিন। এইবার তাঁর আক্রমণের নিশানায় বিখ্যাত গায়ক ও কবি কবীর সুমন। রোববার (১৪ জুলাই) ফেসবুকে একটি পোস্টে তসলিমা লেখেন, “মানুষ যত বুড়ো হয়, তত শুদ্ধ হয়, তত উদার হয়। কবীর সুমন যত বুড়ো হচ্ছেন, তত ভণ্ড হচ্ছেন, তত সংকীর্ণ হচ্ছেন।”
পোস্টে তসলিমা দাবি করেন, কবীর সুমন যেভাবে কবি আল মাহমুদের ধর্মীয় চেতনায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের কথা বলছেন, তা মিথ্যে। বরং, তিনি একজন মুসলিম মহিলাকে বিয়ে করার জন্যই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখানেই না থেমে তিনি আরও লেখেন, “আসলে তিনি হিন্দুও নন, মুসলমানও নন, তিনি নাস্তিক। নিজের সুবিধে মতো কখনও হিন্দু সাজেন, কখনও মুসলমান।”
পড়ুন: পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে কারা করবে বাজিমাত? [পর্ব-১]
এই প্রসঙ্গে তুলনা টেনে তসলিমা বলেন, “কারও শিল্পকর্ম ভালবাসলে তার ধর্ম গ্রহণ করতে হবে কেন? কবীর সুমন তো বব ডিলানের গান খুব ভালবাসেন, তিনি তো বব ডিলানের ইহুদি ধর্মে ধর্মান্তরিত হননি!”
তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোড়ন শুরু হয়েছে। কেউ একে সাহসী বক্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন, কেউ আবার এই মন্তব্যকে উগ্র ও অপমানজনক বলে সমালোচনা করছেন। কবীর সুমনের তরফে এখনও পর্যন্ত এই পোস্টের কোনও জবাব পাওয়া যায়নি।


