সোমনাথ চৌধুরী :
হাতে আর মাত্র কয়েকটা মাস। সবকিছু ঠিক থাকলে রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী বছরের শুরুতেই। তার আগে জোর প্রস্তুতি নেওয়া শুরু সব শিবিরে। যদিও বিধানসভা নির্বাচন নিয়ে খুব একটা ভাবিত নন এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “ বাংলা আমাদের আছে, থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিন আমরা দিল্লি দখলও করব।”
মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে জানান, রাজ্যে তৃণমূলের সরকার রয়েছে, আগামীতেও তাই থাকবে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ই (I.N.D.I.A) সরকার গড়বে এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি কেন্দ্রকে তোপ দেগে ভোটার তালিকায় রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী সাফ বলেন, “আপনাদের মানুষের ভোটাধিকার কাড়ার অধিকার নেই। যা ইচ্ছে তাই ফরমান জারি করবেন না নির্বাচন কমিশনকে দিয়ে। বুক চিতিয়ে লড়াই করতে হবে।”
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ বাংলা আমাদের আছে, আগামী দিনও থাকবে। আগামী দিন আমরা দিল্লি দখলও করব সবাইকে সঙ্গে নিয়ে। ২০২৬ শের ভোট ফর বেঙ্গল, আর তার পর দিল্লির যে নির্বাচন হবে, তা আমাদের I.N.D.I.A টিমেরই হবে। এটা মাথায় রেখে দিন।”
প্রসঙ্গত, একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে খবর সামনে আসছে। এই ঘটনারই প্রতিবাদ জানাতে এদিন রাজপথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় মিছিল করেন। সেখান থেকেই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী লোকসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বাংলায় কাজ করছি। ঠিক আছে। বাংলার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। আমাকে এখানে কাজ করতে দিন।” বাংলা ভাষা বলায় হেনস্থার অভিযোগে ক্ষোভে ফুঁসে মুখ্য়মন্ত্রী বলেন, “আমাকে বিরক্ত করলে, গোটা দেশে ঘুরব। আমাকে আটকাতে পারবেন না। দেখব, কোন ডিটেনশন ক্যাম্পে রাখবেন আমাকে। ওখানে গিয়েও বাংলাতেই কথা বলব আমি।”
মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “প্রত্যেকের নিজ নিজ মাতৃভাষা আছে। শুধু বাংলা ভাষাকেই কেন অসম্মান? বাংলার সংস্কৃতি, বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলার আত্মত্যাগ ভুলে গিয়েছেন?” কেন্দ্রকে মমতার হুঁশিয়ারি, “বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, ভোটবাক্সে বিজেপি তার জবাব পাবে।”