নয়াদিল্লি: ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে থাকা ভারতীয় নার্স নিমিশা প্রিয়া-র (৩৮) রক্ষায় সুপ্রিম কোর্টে আজ (১৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে শুনানি। সরকারের তরফে জানানো হয়েছে, মরিয়া পরিস্থিতিতে ব্লাড মানি (blood money) অর্থে ছাড়ই এখন একমাত্র সম্ভব পথ, কারণ কূটনৈতিক হস্তক্ষেপের সীমা অতিক্রম করা যায় না।
অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামণি আদালতে বলেন, “ইয়েমেনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নেই, তাই আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই” । সুপ্রিম কোর্ট জানায়, “ব্লাড মানি” ছাড়া আর কোনো বিকল্প নেই তবে তা নির্ভর করছে মৃত ব্যক্তির পরিবারের সিদ্ধান্তের উপর — তারা এখনও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জীবনরক্ষার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ তীব্র হচ্ছে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক, ইয়েমেনে ভারতীয় দূতাবাস, কেরালার সরকার, মানবাধিকার সংগঠন ও ধর্মীয় নেতারা সক্রিয় হয়ে উঠেছে। আদালত শুনানির পর নির্দেশ দিয়েছে— নতুন কোনো প্রগতি বা সংযোগে ১৮ জুলাই আবার শুনানি হবে, তার আগে সরকারের রিপোর্ট দিতে বলা হয়েছে।