শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরের ঐতিহ্যবাহী পূণ্যস্নান ও তীর্থযাত্রা নির্বিঘ্ন করতে পূর্ব রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে। শুরু পূর্ণিমা থেকে রাশি পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন চলবে একাধিক স্পেশাল ট্রেন।
ট্রেন চলাচলের সময়সূচি:
তারকেশ্বর থেকে হাওড়া:
সকাল ২:৩০, ১০:৫৫, ১১:৩৫, রাত ৯:১৭
হাওড়া থেকে তারকেশ্বর:
রাত ১২:৩০, ভোর ৪:১৫, দুপুর ১২:৪০, ১:২০
তারকেশ্বর থেকে শেওড়াফুলি:
সকাল ৫:৫৫, ৮:২০, ১০:০৫, দুপুর ২:৪৬, সন্ধ্যা ৬:৩৫
শেওড়াফুলি থেকে তারকেশ্বর:
সকাল ৬:৪৫, ৯:২০, দুপুর ১:০৫, বিকেল ৪:১৫, রাত ৭:৩৫
প্রতিদিন ঠিক সন্ধ্যা ৬টায় পড়ুন 'বিশ্ব দরবারে দুর্গাপুজো'
ট্রেন চলবে যেসব নির্ধারিত
দিনে:
জুলাই মাসে: ১০
(গুরুপূর্ণিমা), ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮, ২৯ (নাগপঞ্চমী)
আগস্ট মাসে: ৩, ৪, ৯ (ঝুলন যাত্রা), ১০, ১৫, ১৬ (জন্মাষ্টমী), ১৭, ১৮
গুরুত্বপূর্ণ তথ্য:
স্পেশাল ট্রেনগুলো সব
স্টেশনে থামবে।
যাত্রীরা অনুগ্রহ করে
নির্ধারিত দিন ও সময় অনুসারে ট্রেনে যাত্রা করবেন।
অতিরিক্ত যাত্রীসমাগমের
কথা মাথায় রেখে পর্যাপ্ত ট্রেন পরিষেবা নিশ্চিত করা হয়েছে।