Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

President on Tour to Bengal : বাংলা সফরে রাষ্ট্রপতি ! রইলো সফর সূচীর বিস্তারিত

সাতসকাল :

আজ একদিনের সফরে রাজ্যে আসছেন রাস্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন।সেখান থেকে হেলিকপ্টারে চেপে কল্যাণীতে BSF হেলিপ্যাডে নামার পর রাষ্ট্রপতি (Droupadi Murmu) প্রথমে BSF অফিসার্স মেস-এ মধ্যাহ্নভোজ সারবেন।সেখান থেকে কল্যানী AIIMS - এ যাবেন তিনি এবং এইমসের (AIIMS) সমাবেশে ভাষন দেবেন।বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি কলকাতা বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে সড়কপথে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন আরতি ও পুজোয় অংশ নিতে।এরপরে রাজভবনে গিয়ে রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। 

পরদিন, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন। তারপর ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে দেওঘর AIIMS-এর সমাবেশে অংশ গ্রহন করবেন তিনি।

সর্বোচ্চ স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সফর ঘিরে (কলকাতা, কল্যাণী এবং দক্ষিণেশ্বরে)। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রের খবর ,শহরের কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত বা আংশিক বন্ধ থাকবে ৩০ ও ৩১ জুলাই।

শহরের কোন কোন রাস্তায় ৩০ ও ৩১ জুলাই যান চলাচল নিয়ন্ত্রিত বা আংশিক বন্ধ থাকবে  জেনে নিন বিস্তারিত -

৩০ জুলাই:  সিঁথি, টালা, শ্যামবাজার, বিবাদি বাগ, সিআর অ্যাভিনিউ সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা কড়া নিয়ন্ত্রণে থাকবে।

৩১ জুলাই:  রেড রোড, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, এজেসি বোস রোড, খিদিরপুর রোড, দুর্গাপুর ব্রিজ প্রভৃতি এলাকাগুলিতে সকাল ৮:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত যানবাহন চলাচল থাকবে কড়া নিয়ন্ত্রনে।

এছাড়াও, ট্রাম, বাস-সহ সব যানবাহন চলাচল প্রয়োজনে ডাইভার্ট বা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে রাজভবন সংলগ্ন এলাকাতে। কলকাতা পুলিশ আরও জানিয়েছে, যান চলাচলে রদবদল করা হতে পারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে রাস্তার পরিস্থিতি অনুযায়ী।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon