Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Operation Sindoor Debate : যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্প ও নরেন্দ্র মোদীর কোনো ফোনালাপ হয়নি সংসদে দাবি জয়শঙ্করের


সোমনাথ চৌধুরী :

সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলাকালীন আজ রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সংসদ নেতা জেপি নাড্ডা ভাষণ দেবেন, সংবাদ সংস্থা এএনআই সূত্রের এমনটাই খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে সমাপনী ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে, এমনটি সূত্রের খবর।পাশাপাশি, রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক শুরু হলে  দুপুর ১ টা নাগাদ এস জয়শঙ্করের বক্তব্য রাখার কথা রয়েছে, এরপর জেপি নাড্ডা বিকেল ৩টায় বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনে অপারেশন সিন্দুর নিয়ে বিতর্ক চলছে। ২২শে এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান শুরু করা হয়েছিল। সোমবার লোকসভায় আলোচনা শুরু হয়, মঙ্গলবার উক্ত বিষয়ে রাজ্যসভায় বিতর্ক শুরু হয়।

এর আগে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে ভাষণ দেন, ভারতের কূটনৈতিক প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন এবং বিরোধীদের তীব্র নিন্দা জানান তাঁরা।

হামলার পর ভারতের পদক্ষেপ সম্পর্কে লোকসভায় বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, ভারতীয় কূটনীতির কেন্দ্রবিন্দু ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হওয়ার দাবিও খারিজ করে দেন এবং বলেন যে ২২ এপ্রিল থেকে ১৭ জুনের মধ্যে ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনও ফোনালাপ হয়নি।


উল্লেখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  মঙ্গলবার বলেছেন যে, পহেলগাম সন্ত্রাসী হামলার পর মে মাসে চার দিনের সংঘর্ষের পর 'অপারেশন সিন্দুর'-এর সময় কোনও বিশ্বনেতা ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করতে বলেননি।লোকসভায় প্রায় ১০০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন যে, দেশ যখন বিশ্বজুড়ে সমর্থন পেয়েছে, তখন কংগ্রেস এবং তার মিত্ররা দেশের সৈন্যদের বীরত্বকে সমর্থন করতে পারেনি।

পাশাপাশি তিনি এও বলেন, ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন, যার পর ভারত অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল হামলার মাধ্যমে প্রতিশোধ নেয়।

এছাড়াও মঙ্গলবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বক্তৃতায় নিশ্চিত করেছেন যে, অপারেশন মহাদেবের মধ্যে দিয়ে বেসামরিক নাগরিকদের হত্যায় জড়িত তিন সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী নির্মূল করেছে।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon