আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামে প্রতি ব্যারেলে ১০ ডলারের বৃদ্ধি ঘটলে ভারতের বার্ষিক চলতি হিসাব ঘাটতি (Current Account Deficit - CAD) প্রায় ১৫ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে—এমনই আশঙ্কা প্রকাশ করেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ব্যাঙ্কের অর্থনীতিবিদদের মতে, ভারতের জ্বালানিনির্ভর আমদানি ব্যয়ের বড় অংশই জুড়ে রয়েছে অশোধিত তেল। ফলে তেলের দামে বড়সড় বৃদ্ধি ঘটলে ডলার আউটফ্লো বাড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে। এর প্রভাব পড়বে “ভারতীয় টাকা ও মার্কিন ডলার বিনিময় হারের উপরেও।
চলতি আর্থিক বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রকও। বিশেষজ্ঞদের মতে, তেলের দামের এমন অনিশ্চয়তা মূল্যস্ফীতি এবং রাজস্ব ঘাটতির উপরও প্রভাব ফেলতে পারে। তাই ব্যাঙ্ক এবং সরকার উভয়েই এই বিষয়ে সাবধানী দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে।