সোমনাথ চৌধুরী
কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam)।তিনি দীর্ঘদিন জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটানোর পর জামিন পেয়েছেন। আদালত তাঁকে শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন দেয়। এবার তিনি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন স্ত্রীর বাৎসরিকে লোকজনদের খাওয়াতে চেয়ে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর গ্রেফতারির কয়েক দিনের মধ্যেই তাঁর স্ত্রীয়ের মৃত্যু হয়। দেখতে দেখতে তিন বছর হতে চলল। সুজয়কৃষ্ণ ভদ্র সহধর্মিণীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চেনা পরিচিতদের খাওয়ানোর আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি বাড়ির বাইরে কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করতে চান।
নিজের আবেদনে সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, ' নিমন্ত্রণ করতে চাই লোকজনকে। গৃহবন্দি হয়ে রয়েছি আমি। কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাড়িতে। এই অনুষ্ঠান তো বছরে একবার হয়'। তিনি এই মর্মে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন।
এদিন বিচারপতি শুভ্রা ঘোষ জানতে চায়, বাড়ির বাইরে কেন অনুষ্ঠান করতে চান সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)? কী অসুবিধা রয়েছে বাড়িতে লোকজন খাওয়াতে? একইসাথে তিনি বলেন, এই বিষয়ে রাজ্যের কিছু বলার জায়গা নেই। তবে সিবিআইকে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, কালীঘাটের কাকু শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টের (Calcutta High Court)তরফে। যার মধ্যে অন্যতম ছিল, চিকিৎসা সংক্রান্ত দরকার ছাড়া বেহালার বাড়ির বাইরে বেরোতে পারবেন না তিনি। লোকজনের সঙ্গে দেখা করা নিয়েও কড়া নির্দেশ ছিল উচ্চ আদালতের। এবার বাড়ির বাইরে স্ত্রীয়ের মৃত্যুবার্ষিকী পালন ও লোকজন খাওয়ানোর আবেদন জানিয়ে আদালতে গিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কলকাতা হাইকোর্ট উক্ত বিষয়ে কী নির্দেশ দেয় সেটাই এখন দেখার।

