Select language to read news in your own language

মহারাষ্ট্রের স্বার্থে একসাথে? সম্ভাব্য জোটের পথে উদ্ধব ও রাজ ঠাকরে


মহারাষ্ট্রের রাজনীতিতে এক নতুন মোড়—উদ্ধব ঠাকরের শিব সেনা (উদ্ধব বলসাহেব ঠাকরে) ও রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সম্ভাব্য জোটের সম্ভাবনা নিয়ে আলোচনায় বসতে চলেছে। রাজ্যের স্বার্থে ব্যক্তিগত মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন দুই ঠাকরে নেতাই।

সূত্রের খবর, রাজনৈতিক মঞ্চে দীর্ঘদিনের দূরত্ব ও টানাপোড়েন সত্ত্বেও, সম্প্রতি উভয়পক্ষই সংলাপের জন্য উন্মুক্ত মনোভাব দেখিয়েছে। রাজ ঠাকরে বলেছেন, “আমরা মহারাষ্ট্রের জন্য একত্রে কিছু করলে তা জনগণের উপকারে আসবে।” একইভাবে উদ্ধব ঠাকরে ইঙ্গিত দিয়েছেন, “রাজনীতিতে পরিবর্তনই চিরন্তন, যদি জনগণের স্বার্থে কিছু করতে হয়, তা হলে সব আলোচনা সম্ভব।”

বিশেষজ্ঞদের মতে, এই দুই দল যদি জোটবদ্ধ হয়, তাহলে মহারাষ্ট্রের আঞ্চলিক রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলতে পারে। তবে জোটের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাব্য জোট মহারাষ্ট্রের বিজেপি ও কংগ্রেস উভয়ের জন্যই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon