সোমনাথ চৌধুরী
তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ প্রকাশ্যে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।অতীতে তৃণমূলের কর্মীর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে, বিগত বছরেই কলকাতা পুরসভা এলাকায় তৃণমূলের কাউন্সিলরকে দেখা গিয়েছিল দলেরই যুবনেতাকে চড় মারতে। বালুরঘাটেও এক মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মহিলা বিজেপি কর্মীকে চড় মারার। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পানিহাটিতেও। চড় কষাতে দেখা গেল তৃণমূল কাউন্সিলরকে এক স্কুটার চালক তরুণীকে। বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) ঘটনার ভিডিও শেয়ার করে তীব্র কটাক্ষ শানিয়েছেন।
ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার জেলার অন্তর্গত পানিহাটির মহোৎসবতলা ঘাট এলাকার।এক স্কুটার চালক তরুণীর সঙ্গে বচসা বাঁধে রাস্তার মধ্যেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।তাঁকে হঠাৎ করেই মারমুখী হয়ে উঠতে দেখা যায়। দেখতে দেখতেই তরুণীকে রাস্তার মাঝেই সপাটে চড় মেরে বসেন তৃণমূল কাউন্সিলর। যদিও পালটা মার দেন তরুণীও ঘটনার আকস্মিকতা কাটিয়ে।
এরপরেই মাটিতে ফেলে দুজনের মধ্যে চুলের মুঠি ধরে মারপিট চলতে থাকে। সেখানে ঘটনার জায়গার কিছুটা দূরে কয়েকজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল নীরব দর্শক হয়ে। যদিও তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ, তাঁরাই এসে গণ্ডগোল থামান।সজল ঘোষ (Sajal Ghosh) এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী রায় নামের ওই তৃণমূল কাউন্সিলর ঘটনার বিবরণ দেন।
তিনি জানান, অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন ওই তরুণী গাড়ি চালাতে চালাতে। চাবি নিতে আসতে তিনি তাঁকে ধাক্কা মারেন। তাতেই পায়ে লাগায় তরুণী তাঁকে মারতে আসেন। ওই তরুণীকে চুলের মুঠি ধরে মারতে দেখা গিয়েছে তাঁকে। থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর? উত্তরে তিনি ওখানে খড়দা থানা উপস্থিত ছিল, আলাদা করে অভিযোগ জানাতে হয়নি তাঁকে।
তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। তিনি কটাক্ষ শানিয়ে বলেন, 'আমরা কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছি। মানুষ যে রুখে দাঁড়াচ্ছে এটাই তার প্রমাণ। আপনি কাউন্সিলর বলে চোখ রাঙাবেন আর মানুষ আপনাকে ছেড়ে দেবে, সেই দিন আর নেই'। সকলকে এভাবেই রুখে দাঁড়ানোর কথা বলেছেন বিজেপি নেতা।