Select language to read news in your own language

আজ আকাশে উঠবে Full Strawberry Moon— বছরের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা


আজ ১১ জুন, ২০২৫ রাতের আকাশে উদিত হবে বছরের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা — স্ট্রবেরি পূর্ণচন্দ্র (Full Strawberry Moon)। যদিও নাম শুনে মনে হতে পারে চাঁদটি গোলাপি বা লাল বর্ণের হবে, তবে বাস্তবে এটি সাধারণ পূর্ণচন্দ্রের মতোই উজ্জ্বল ও সৌন্দর্যমণ্ডিত থাকবে।

এই চাঁদের নামকরণ এসেছে উত্তর আমেরিকার আদিবাসীদের ঐতিহ্য থেকে, যারা এই সময়কে বুনো স্ট্রবেরি পাকার ঋতু হিসেবে চিহ্নিত করতেন। জুনের এই পূর্ণচন্দ্র তাই প্রকৃতির সৌন্দর্য ও মৌসুম পরিবর্তনের এক চমৎকার প্রতীক।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, স্ট্রবেরি পূর্ণচন্দ্র দেখতে পাওয়া যাবে সূর্যাস্তের কিছু পর থেকেই, এবং এটি আকাশে থাকবে সারা রাত জুড়ে। এটি শুধু রোমান্টিক রাত নয়, চন্দ্রালোকে প্রকৃতির সৌন্দর্য উপভোগেরও এক দুর্দান্ত সুযোগ।

তাই ১১ জুন রাতে আকাশের দিকে চোখ রাখুন — কারণ স্ট্রবেরি পূর্ণচন্দ্র আপনাকে এনে দিতে পারে এক মুগ্ধকর মুহূর্ত, প্রকৃতি ও মহাকাশের নিঃশব্দ মিলনের প্রতিচ্ছবি।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: