Select language to read news in your own language

'আঞ্চলিক দল' তাই প্রার্থী পদ বাতিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর



সোমনাথ চৌধুরী

সর্বভারতীয় তৃণমূলের তরফে বিগত রবিবার দিন  কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে আনবারের নাম ঘোষণা করা হয়। তিনি ওই কেন্দ্র থেকেই এর আগে  দু'বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে, নাম ঘোষণার পরেই  দিন অর্থাৎ সোমবার তিনি মনোনয়ন পত্র জমা করেন নির্বাচন কমিশনে। কিন্তু,  তৃণমূল প্রার্থী হিসেবে আনবারের মনোনয়ন বাতিল হয়ে যায় তথ্যগত ত্রুটি থাকার কারণে । পাশাপাশি যদিও তাঁর মনোনয়ন পত্র গৃহীত হয়েছে নির্দল প্রার্থী হিসেবে ।

এমন পরিস্থিতিতে , তিনি নির্দল প্রার্থী হিসেবেই আসন্ন উপনির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যেই মঙ্গলবার আনবারকে নির্দল প্রার্থী হিসেবে বিবেচিত করা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এমতাবস্থায়,কমিশন তাঁকে প্রতীক দেবে স্ক্রুটিনিপর্ব শেষ হওয়ার পরেই।জানিয়ে রাখি , এই উপনির্বাচন আগামী ১৯ জুন সম্পন্ন হবে। পাশাপাশি আগামী ২৩ জুন ফল ঘোষণা হবে।

এদিকে, রাজনৈতিক মহল অনুমান করছেন  যেহেতু নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন আনবর সেক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের কাছে তাঁকে নিজেদের প্রার্থী হিসাবে সমর্থন দেওয়ার সুযোগ থাকবে।

 উল্লেখ্য, আনবরের দলীয় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে  তৃণমূল দলটি কেরলের নিবন্ধিত রাজনৈতিক দল নয়, সেই কারণেই । ১৯৯৮ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া তৃণমূল কংগ্রেস ২০১৬ সালের ২ রা সেপ্টেম্বর প্রথমবার জাতীয় অর্থাৎ সর্বভারতীয় দলের স্বীকৃতি পেয়েছিল। যদিও, সেই স্বীকৃতি নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই প্রত্যাহার করে নেয়। তাই আনবরের তৃণমূল কংগ্রেসের দলীয় মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে এমনটাই সূত্রের খবর ।

অপরদিকে, সর্বভারতীয় দলের তকমা বজায় থাকলে তৃণমূল দেশের ভোট রাজনীতিতে অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা পেত। যার মধ্যে অন্যতম হল তাদের সমগ্র দেশজুড়ে অভিন্ন নির্বাচনী প্রতীক ব্যবহারের অধিকার মিলত । এছাড়াও, মিলত আরও একাধিক সুযোগ। যেহেতু বর্তমানে তৃণমূল একটি আঞ্চলিক দল হিসেবে বিবেচিত হয় নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী। তাই নির্বাচন কমিশন কেরলের তৃণমূল প্রার্থীর (TMC Candidate) মনোনয়ন বাতিল করে দেয় বলেই খবর ।

কেরলের উপনির্বাচনে নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসেবে মনোনীত করা হয়েছে পিভি আনবরের নাম । এই প্রসঙ্গে কমিশন সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে যে, তৃণমূল প্রার্থী পিভি আনবারের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে,তারপরেও ভোটে লড়তে পারবেন তিনি । কারণ, নির্দল প্রার্থী হিসেবে ইতিমধ্যেই তাঁর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: